ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ভাঙ্গায় বিলে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আলগী গ্রামের ঝালডাঙ্গা বিলে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রত্যন্ত গ্রামের এ নৌকাবাইচ এলাকার মানুষের মধ্যে বাড়তি প্রাণের সঞ্চার করেছে।
প্রতিযোগিতায় ফরিদপুর ও গোপালগঞ্জ এলাকার বিভিন্ন জায়গা থেকে ১৬ টি বাইচের নৌকা অংশগ্রহণ করে।
স্থানীয় এলাকাবাসীসহ ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলা ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কয়েক হাজার দর্শক বিলের পাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করে।
এছাড়া মাঝিমাল্লারা বাদ্যের তালে নেচে গেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বাইচ উপলক্ষে বিলের পাড়ে মেলা বসে। ব্যবসায়ীরা বিভিন্ন রকম পণ্যের পশরা সাজায়। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ বাইচের আয়োজন করা হয়। বাইচ শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী ১৬টি দলের মধ্যে ৮টি ফ্রিজ ও ৮টি টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন