বগুড়ায় সান্তাহার থেকে বুড়িমারীগামী করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুল বারি নিরব (৩০) নামের এক ফুচকা বিক্রতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলীরহাট এলাকার আজিজের ছেলে। তিনি কলেজ এলাকায় ফুচকা বিক্রি করতেন।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন কলেজের মূল ফটক থেকে কিছুটা পূর্বে নিরবকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রেজাউল জানান, ট্রেনে কাটা পড়ে এক ফুচকা বিক্রেতার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        