গাজীপুরের শ্রীপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে অবৈধ দখলদার ব্যবসায়ীরা। এ সময় সার্ভেয়ার রবিউল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে আহত করা হয়।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকার ১ নম্বর সিএন্ডবি বাজারে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পূর্ব পাশে সওজের জায়গায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে বেলা দেড়টার দিকে স্থানীয় আজিজুল ইসলামের নেতৃত্বে একদল ব্যবসায়ী হামলা চালায়। হামলায় সার্ভেয়ার রবিউল ইসলাম আহত হন। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে থাকলেও হামলাকারীদের প্রতিরোধে কার্যকর কোনো ভূমিকা নিতে দেখা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে সওজের জমি দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং জনসাধারণকে নানান দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, “হামলার সময় আমি সড়কের অপর পাশে অভিযান পরিচালনা করছিলাম। সার্ভেয়ারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, হামলার পর আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী। অভিযানে শতাধিক পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মী উপস্থিত থেকে সহযোগিতা করেন। উচ্ছেদে মহাসড়কের পাশে নির্মিত শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা ভাঙা হয়।
প্রশাসনের পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা