ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাটির নিচ থেকে অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার লতুয়ামুড়া দক্ষিণপাড়া কড়াইলামোড়া এলাকার এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার রাতে কসবা থানা পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় মাটি কাটার সময় হঠাৎ মরিচাধরা মর্টার শেলটি দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, উদ্ধারকৃত মর্টার শেলটির ওজন প্রায় ৪ কেজি এবং দৈর্ঘ্য প্রায় এক ফুট। মর্টার শেলটি প্রাথমিকভাবে থানায় পানিতে নিমজ্জিত করে রাখা হয়েছে। পরে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন, কিউ অ্যান্ড অর্ডন্যান্স শাখা, কুমিল্লা সেনানিবাসের মাধ্যমে তা ধ্বংসের ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধকালীন অবিস্ফোরিত মর্টার শেল হতে পারে।
বিডি প্রতিদিন/এমআই