ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগে তার স্বামী বক্কার শেখকে (৪৩) পুলিশ আটক করেছে। মঙ্গলবার ভোররাতে সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, ভোররাতে দম্পতির মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বক্কার ঘর থেকে বের হলে তার স্ত্রী ঘরের দরজা আটকে দেন। পরে বক্কার টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে বটির আছারি দিয়ে মর্জিনার মাথায় একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মর্জিনা মারা যান।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে বক্কারকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        