চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের আলোচিত ও বহুল সমালোচিত চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একাধিক হত্যা মামলার আসামি হিসেবে অভিযোগপত্র আদালত আমলে নেওয়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. নূরে আলম গত রবিবার (৩১ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহীদ রানা টিপুর বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তিনটি হত্যা মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে।
চলতি বছরের ১২ জানুয়ারি চরবাগডাঙ্গা এলাকায় আব্দুল হাকিম পিন্টু নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয় ইউপি চেয়ারম্যান টিপুকে। এর আগে ২০১৮ সালের ১০ মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় নিহত হন আইয়ুব আলী। ২০২৩ সালের ২৩ এপ্রিল বালুমহল দখলকে কেন্দ্র করে বোমাবাজিতে নিহত হন জিয়াউর রহমান। উভয় ঘটনায় দায়ের করা মামলায়ও শাহীদ রানা টিপু প্রধান আসামি। এছাড়া ২০২৩ সালের ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড়ে যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলায় তিনি অন্যতম এজাহারভুক্ত আসামি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, টিপুর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং একটি মামলা তদন্তাধীন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
উল্লেখ্য, রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা শাহীদ রানা টিপু একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি বিএনপির একটি অংশের আশ্রয়ে আছেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা