খাগড়াছড়িতে হঠাৎ চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ি ঢলে ছয়টি এলাকা পানিতে ডুবে গেছে। এতে প্রায় ৬ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
রবিবার সকালে খাগড়াছড়ি চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়।
খাগড়াছড়ির পৌর শহরের সবজি বাজার, মুসলিম পাড়া, গঞ্জপাড়া, গরু বাজার, শান্তিনগর, মেহেদীবাগ, হেডমেন পাড়া, ফুট বিল এলাকা, শব্দমিয়া পাড়া, খবংপুরিয়াসহ বেশ এলাকায় পানি ঢুকে পড়ে। প্লাবিত হয়ে এসব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
মৎস্য বিভাগ জানান, পানছড়িতে মৎস্য চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১০টি ফিশারির মাছ বন্যার পানিতে চলে গেছে।
এলাকাবাসীরা জানান, গতকাল রাতে ভারী বৃষ্টিপাত হয়। সকালে লোকজন ঘুম থেকে উঠে পানি দেখতে পান। ফলে লোকজন দিশাহারা পড়ে। স্থানীয় স্কুল মাদ্রাসা গুলোতে প্রশাসন মাইকিং করে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, ৬ শতাধিক পরিবার পানিতে ডুবে গেছে। এসব পরিবার আশ্রয় কেন্দ্রে চলে আশার জন্য বলা হয়েছে।
খাগড়াছড়ির পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, হঠাৎ করে চেঙ্গী নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্তদের পৌর সভার পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
এদিকে, বিকাল থেকে পানি কমতে শুরু করেছে। সকালে লোকজন আশ্রয় কেন্দ্রে উঠলে ও বিকেলে তারা বাড়ি ফিরতে গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন