গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ/কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার ঝিনাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজির আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগীতায় এ অভিভাবক সমাবেশ/কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাশ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম আরশাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চ.দা) এ.টি.এম সারুয়ার আলম সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল্লাহ, সনাক সভাপতি আফরোজা বেগম লুপু, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক সনাক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান, সনাক সদস্য আফরোজা লুনা, প্রধান শিক্ষক মোর্শেদা বেগমসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাশ বলেন, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে লেখাপড়া শুরু করার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো প্রশিক্ষিত জনবল এবং আন্তরিকতা সহজে প্ওায়া সম্ভব নয়। তাই অভিভাবকদের সকলের দায়িত্ব হচ্ছে সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে পাঠানো। তিনি বলেন, বিদ্যালয়ে অতিদ্রুত সময়ে মিডডে মিল চালু হবে। তিনি সচেতন নাগরিক কমিটি(সনাক) বিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়নে ভূমিকা রাখায় অভিনন্দন জানান।
সভার শুরুতেই বিদ্যালয়ের শিক্ষার্থীদেও পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্ষুদে ডাক্তার কার্যক্রম, কাব কার্যক্রম এবং সামাজিক অবক্ষয়ের একমাত্র কারণই হচ্ছে নীতি-নৈতিকতার অভাব বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার ও শ্রেষ্ঠ অভিভাবক সম্মামনা প্রদান করা হয়।
এসময় উপস্থিতরা এমন বিষয় নিয়ে কাজ করলে অভিভাবকসহ শিক্ষার্থীরা সঠিক সেবা পাবে বলে মনে করেন। সেইসঙ্গে শিক্ষা সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও শুদ্ধাচার নিশ্চিত করে আন্তরিক সেবা প্রদান, ডায়েরী ব্যবহার করা, নিয়মিতভাবে ক্লাস নেওয়া, বিদ্যালয়ে তথ্য উন্মুক্তভাবে প্রদর্শন করা, অভিভাবক সমাবেশ বৃদ্ধি করা, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বাউন্ডারী ওয়াল নির্মাণকরাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম