জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কক্সবাজারের কুতুবদিয়ায় ২৭২টি পরিবারে ফলজ, বনজ ও ঔষধি গাছের তিন হাজার চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে, পিকেএসএফ-এর পরিচালনায় এবং গ্রীন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে ‘Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)’ প্রকল্পের আওতায় এ চারা বিতরণ করা হয়।
চারা গ্রহণকারী পরিবারগুলো ‘জলবায়ু সহনশীল গ্রুপ’-এর সদস্য। তারা নিজেদের বসতভিটা ও আশেপাশের ফাঁকা জায়গায় এসব গাছ রোপণ করবেন। ফলে একদিকে পারিবারিক পর্যায়ে ফল, কাঠ ও ঔষধি উপকরণের চাহিদা পূরণ হবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতেও সহায়ক হবে।
কোস্ট ফাউন্ডেশনের প্রকল্প ইউনিটের কর্মকর্তারা জানান, চারা বিতরণের পাশাপাশি উপকারভোগীদের গাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত পরিচর্যার মাধ্যমে এই উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে কুতুবদিয়া অঞ্চল নানা সংকটে পড়েছে। লবণাক্ততা বৃদ্ধি, জীববৈচিত্র্য হ্রাস, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বেড়ে চলেছে—যা মানুষের জীবন ও জীবিকায় সরাসরি প্রভাব ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব ও টেকসই পদক্ষেপ হিসেবে গাছ লাগানোর উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, RHL প্রকল্প উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর টেকসই জীবিকায়ন, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই চারা বিতরণ তারই একটি অংশ।
বিডি প্রতিদিন/জামশেদ