জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে। নজরুল একাডেমির জেলা শাখার আয়োজনে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমীর সভাপতি ও সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
এর আগে চিত্রাঙ্কন, নজরুল সংগীত, নৃত্য, কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিশু, কিশোর ও কিশোরী—এই তিনটি ক্যাটাগরিতে মোট ৫৭ জন প্রতিযোগী বিজয়ী হয়। পরে অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, ন্যায়বিচার ও মানবতার কণ্ঠস্বর। সাম্রাজ্যবাদ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর সংগ্রামী চেতনা তাঁকে আজও মানুষের হৃদয়ে অমর করে রেখেছে।
বিডি প্রতিদিন/হিমেল