২১ মে, ২০১৯ ১৩:০২

স্মিথ-ওয়ার্নারের জন্য সমর্থকদের কাছে মঈনের 'অন্যরকম' অনুরোধ

অনলাইন ডেস্ক

স্মিথ-ওয়ার্নারের জন্য সমর্থকদের কাছে মঈনের 'অন্যরকম' অনুরোধ

গত বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির পর থেকেই আলোচিত-সমালোচিত অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। পুরো ক্রিকেট বিশ্বের 'তিরস্কারের' সম্মুখিন হয়েছেন তারা, পেয়েছেন শাস্তিও। ভক্তদের কাছেও হারিয়েছেন গ্রহণযোগ্যতা। তবে নিজেকে সামলে ঘুরে দাঁড়িয়েছেন বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা এই দুই ব্যাটসম্যান, ফিরেছেন ক্রিকেটে। আর অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন আসন্ন বিশ্বকাপ দিয়ে।

বিশ্বকাপে ইংল্যান্ডের সমর্থকরা যে এই দুজনকে ‘জ্বালাতন’ করার জন্য মুখিয়ে থাকবেন, তা বলাই যায়। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী তাই নিজ সমর্থকদের কাছে অনুরোধ করেছেন, তারা যেন স্মিথ-ওয়ার্নারকে ব্যক্তিগত আক্রমণ না করেন।

এ ব্যাপারে ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’কে মঈন বলেছেন, ‘আমি আশা করছি দর্শকরা তাদের বেশি কিছু বলবে না। আমি চাই তারা টুর্নামেন্টটা উপভোগ করুক। কেউ যদি তাদের কিছু বলতে চায়, সেটা যেন মজার কিছু হয়, ব্যক্তিগত আক্রমণ নয়।’

মানুষ যে ভুল করতেই পারে, সেই সত্যিটাও মনে করিয়ে দিয়েছেন মঈন, ‘আমরা সবাই ভুল করি। আমরা মানুষ, আমাদের অনুভূতিও আছে। আমি জানি তারা দুজন খুব ভালো মানুষ। আমি আশা করছি তারা ভালো আচরণই পাবে। আমি চাই সবাই শুধু ক্রিকেট নিয়ে কথা বলুক।’  

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর