২৫ জুন, ২০১৯ ১৯:৫০

রান সংগ্রাহকের শীর্ষে ওয়ার্নার, তিনে সাকিব

অনলাইন ডেস্ক

রান সংগ্রাহকের শীর্ষে ওয়ার্নার, তিনে সাকিব

আফগনিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে উঠে যান সাকিব আল হাসান (৪৭৬)। তবে তাকে আজ ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন ডেভিড ওয়ার্নার (৫০০)। এরপর সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানটি দখল করে ফেলেছেন অ্যারন ফিঞ্চ। ওয়ার্নারের চেয়ে ৪ রান কম নিয়ে তার সংগ্রহ ৪৯৬ রান।

বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে অজি দুই ওপানার রান পাওয়ায় রান সংগ্রাহকের শীর্ষে থেকে তিনে নেমে গেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব।  

লর্ডসে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি তুলে নেন ফিঞ্চ। তবে পরের বলেই তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান জোফরা আর্চার। অন্যদিকে হাফ সেঞ্চুরি করেছেন অপর ওপেনার ডেভিড ওয়ার্নারও। এতে দুজনেই ছাড়িয়ে গেছেন সাকিবকে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর