২৭ জুন, ২০১৯ ০৬:২৬

আবারও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

অনলাইন ডেস্ক

আবারও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

অনেকেই ভারতের বিরাট কোহলির সঙ্গে তার তুলনা করেন পাকিস্তানের বাবর আজমকে।

তুলনাটা যে বাড়াবাড়ি নয় সেটি প্রমাণ করে চলেছেন বাবর। ভারত অধিনায়ককে পেছনে ঠেলে ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেছেন পাকিস্তান তারকা। আগে দ্রুততম এক হাজার, দুহাজারেও কোহলিকে পেছনে ফেলেছেন বাবর।

বুধবার বার্মিংহামে বিশ্বকাপে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করার পথে তিন হাজারি ক্লাবে নাম লেখান বাবর।

৬৮তম ইনিংসে তিন হাজার রান পূর্ণ করলেন বাবর। এই মাইলফলকে পৌঁছাতে কোহলিকে খেলতে হয়েছিল ৭৫ ইনিংস। অবশ্য, মাত্র ৫৭ ইনিংসে তিন হাজার ছুঁয়ে বিশ্বরেকর্ড দখলে রেখেছেন হাশিম আমলা।

মজার ব্যাপার হল- এক হাজার এবং ২ হাজার রানের রেকর্ডও কোহলির চেয়ে কম ইনিংস খেলে নিজের নামের পাশে রেখেছেন বাবর। এক হাজারি ক্লাব ছুঁতে বাবরের ২১ এবং কোহলির লেগেছে ২৪ ইনিংস। সেখানে কোহলির (৫৩ ইনিংস) চেয়ে কমে দুই হাজার রান করেছেন পাকিস্তানের ড্যাশিং ক্রিকেটার বাবর (৪৫ ইনিংস)।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর