১২ নভেম্বর, ২০১৯ ১৩:২২

বুলবুলে বিধ্বস্ত বরগুনা এখনও অন্ধকারাচ্ছন্ন

বরগুনা প্রতিনিধি

বুলবুলে বিধ্বস্ত বরগুনা এখনও অন্ধকারাচ্ছন্ন

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরগুনা জেলায় শনিবার রাত সাড়ে ১২টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জেলায় ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। বিদ্যুৎ না থাকায় সকল কাজে স্থবিরতার সৃষ্টি হয়েছে।

বরগুনার মাছের আড়ৎগুলোতে থাকা লাখ লাখ টাকার মাছ ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। পারিবারিকভাবে ফ্রিজে সংরক্ষিত মাছও নষ্ট হয়ে গেছে।

বরগুনা পৌরসভার কয়েকজন গৃহকর্তী ক্ষোভের সঙ্গে বলেন, বুলবুল আমাদেরই বেশি ক্ষতি করে গেল।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, আমন ক্ষেতের তেমন ক্ষতি না হলেও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ৩টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। এছাড়াও, আহত হয়েছে আরও ৪৪টি গবাদি পশু। ৫৫০ হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে। ৫,২৩৫টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, রবিবার ও সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে সহায়তা প্রদান করেন।

জেলা প্রশাসন ছাড়াও রেডক্রিসেন্ট, জাগো নারীসহ কয়েকটি সংগঠন ক্ষতিগ্রস্তদের সহায়তা করে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর