২ অক্টোবর, ২০১৯ ১২:৫০

মাগুরায় ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু

মাগুরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাজমুল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মাগুরা থেকে ফরিদপুর এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। বুধবার শেষ রাতে তার মরদেহ মাগুরা সদরের বরুনাতৈল গ্রামে নিজ বাড়িতে পৌঁছায়।

পারিবারিক সূত্রে জানা যায়, নাজমুল গত শুক্রবার জ্বরে আক্রান্ত হন। ওই দিন তার শরীরের ডেঙ্গু ধরা পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থা আরো খারাপ হলে সন্ধ্যায় পর ঢাকা মেডিকেলে নেয়ার পথে রাত ৯টা দিকে তার মৃত্যু হয়। পরে শেষ রাতে তার মরদেহ মাগুরা সদরের বরুনাতৈল গ্রামে এসে পৌঁছায়।

মাগুরা সদরের বরুণাতৈল গ্রামের আব্দুর রশিদ মোল্যার পুত্র দুই সন্তানের জনক নাজমুল শহরের পারনান্দুয়ালী মসজিদ মার্কেটে এলাকায় ভাঙ্গারীর ব্যবসা করতেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর