২৫ জুন, ২০২২ ২১:৩৮

উল্লাসে মেতেছে পদ্মা পাড়ের মানুষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

উল্লাসে মেতেছে পদ্মা পাড়ের মানুষ

দীর্ঘ প্রতিক্ষার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন পরেই শুরু হয় মনোমুগ্ধকর কনসার্ট। পদ্মার পাড়ে এমন আয়োজনে উল্লাসে মেতেছে পদ্মার পাড়ের মানুষসহ দেশের বিভিন্নস্থান থেকে আসা দর্শনার্থীরা।

শিমুলিয়া ফেরি ঘাট এলাকায় মুন্সীগঞ্জ  জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপী এই কনসার্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
 
দেশের জনপ্রিয় শিল্পীরা গেয়েছেন পদ্মা সেতু নিয়ে লেখা বিভিন্ন গান। এছাড়া দেশিও ও আধুনিক বাংলা গানে জমে উঠে কনসার্ট।

শনিবার সকাল ১১টা ৫৮ মিনিটে মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার পরেই শুরু হয় মনোমুগ্ধকর কনসার্ট। যা আগামী রবি ও সোমবার পর্যন্ত চলমান থাকবে।
 
এদিকে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে জনস্রোতে রূপ নিয়েছে পদ্মা সেতুর চারপাশের এলাকা। এছাড়াও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কনসার্ট আনন্দ উল্লাসে মেতে উঠেছে হাজার হাজার মানুষ। হাজারো মানুষের আনন্দ উল্লাসে পদ্মার পাড় যেন এখন উৎবের কেন্দ্রবিন্দু।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর