বাঘের গর্জনই শোনা গেছে বিশ্বকাপে। প্রথম ম্যাচেই তারা পরাক্রমশালী দক্ষিণ আফ্রিকা দলকে হারিয়েছে ২১ রানে। প্রোটিয়াবধের এই মহাকাব্যে ব্যাট ও বল দুই ক্ষেত্রেই টাইগাররা ছিল এগিয়ে। ঈদের চাঁদ ওঠার আগেই দেশবাসীর জন্য এক অনন্য ঈদে উপহার দিয়েছে মাশরাফি বাহিনী। ইংল্যান্ডের ওভাল মাঠে রবিবার টসে হারে বাংলাদেশ। এই হারাটাই যেন বাংলাদেশের জন্য শাপেবর হয়ে দাঁড়ায়। প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনের সম্মিলিত প্রয়াসে সৃষ্টি হয়েছে যে কোনো বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৩০ রান। এ কথা ঠিক ওভালের ব্যাটিং পিচে এ রান খুব একটা নির্ভরযোগ্য নয়। তবে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ৩০৯ রানে আটকে রেখে দেশবাসীর জন্য এনে দেয় অসাধারণ জয়। ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে জাদুকরী পারফরম্যান্স দেখিছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার একটি বিশ্বরেকর্ডও গড়েছেন। ৫০০০ রান এবং ২৫০ উইকেট নিয়ে কিংবদন্তি অলরাউন্ডারদের বিরল তালিকায় নিজের নাম লিখিয়েছেন। সাকিব যেন তার জার্সি নম্বরের সঙ্গে মিল রেখে ব্যাট হাতেও খেলেছেন ৭৫ রানের ইনিংস। বল হাতে ১০ ওভারে ৫০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। মাইলফলকে পৌঁছার জন্য তার একটি উইকেটই দরকার ছিল। তবে বোলিং কিংবা ব্যাটিংয়ের চেয়েও যেন সুন্দর ছিল তার ক্যাচটি! সাইফউদ্দিনের বলে কাভারে যেন উড়ে গিয়ে প্রোটিয়া ব্যাটসম্যান ফেলকাওয়ের ক্যাচ তালুবন্দী করেন। নির্ভরতার প্রতীক হিসেবে বিবেচিত মুশফিকুর রহিম রবিবার ৮০ বলে ৭৮ রান করে নিজের জাত চিনিয়েছেন। সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংস ছিল দেখার মতো। বিশ্বকাপ জয়ী পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশ্বকাপ শুরু হয়েছে লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে। পাকিস্তান-শ্রীলঙ্কা-আফগানিস্তান ১০৫ ও ১৩৫ ও ২০৪ রানেই সাজঘরে ফিরে গেছে। মনে হচ্ছিল এশিয়ার জন্য এবারের বিশ্বকাপ যেন ‘কুফা’ হয়ে উঠেছে। কিন্তু মাশরাফি বাহিনী সে ধারণাকেই উল্টে দিয়েছে। দেশবাসীর অনন্য ঈদ উপহার দেওয়ার জন্য টাইগারদের অভিনন্দন। তাদের জন্য সাড়ে ১৬ কোটি মানুষের শুভ কামনা। আমাদের বিশ্বাস বিশ্বকাপের প্রথম খেলার জয় আরও ভালো করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
টাইগারদের প্রোটিয়াবধ
দেশবাসীর জন্য ঈদ উপহার
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর