বাঘের গর্জনই শোনা গেছে বিশ্বকাপে। প্রথম ম্যাচেই তারা পরাক্রমশালী দক্ষিণ আফ্রিকা দলকে হারিয়েছে ২১ রানে। প্রোটিয়াবধের এই মহাকাব্যে ব্যাট ও বল দুই ক্ষেত্রেই টাইগাররা ছিল এগিয়ে। ঈদের চাঁদ ওঠার আগেই দেশবাসীর জন্য এক অনন্য ঈদে উপহার দিয়েছে মাশরাফি বাহিনী। ইংল্যান্ডের ওভাল মাঠে রবিবার টসে হারে বাংলাদেশ। এই হারাটাই যেন বাংলাদেশের জন্য শাপেবর হয়ে দাঁড়ায়। প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনের সম্মিলিত প্রয়াসে সৃষ্টি হয়েছে যে কোনো বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৩০ রান। এ কথা ঠিক ওভালের ব্যাটিং পিচে এ রান খুব একটা নির্ভরযোগ্য নয়। তবে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ৩০৯ রানে আটকে রেখে দেশবাসীর জন্য এনে দেয় অসাধারণ জয়। ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে জাদুকরী পারফরম্যান্স দেখিছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার একটি বিশ্বরেকর্ডও গড়েছেন। ৫০০০ রান এবং ২৫০ উইকেট নিয়ে কিংবদন্তি অলরাউন্ডারদের বিরল তালিকায় নিজের নাম লিখিয়েছেন। সাকিব যেন তার জার্সি নম্বরের সঙ্গে মিল রেখে ব্যাট হাতেও খেলেছেন ৭৫ রানের ইনিংস। বল হাতে ১০ ওভারে ৫০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। মাইলফলকে পৌঁছার জন্য তার একটি উইকেটই দরকার ছিল। তবে বোলিং কিংবা ব্যাটিংয়ের চেয়েও যেন সুন্দর ছিল তার ক্যাচটি! সাইফউদ্দিনের বলে কাভারে যেন উড়ে গিয়ে প্রোটিয়া ব্যাটসম্যান ফেলকাওয়ের ক্যাচ তালুবন্দী করেন। নির্ভরতার প্রতীক হিসেবে বিবেচিত মুশফিকুর রহিম রবিবার ৮০ বলে ৭৮ রান করে নিজের জাত চিনিয়েছেন। সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংস ছিল দেখার মতো। বিশ্বকাপ জয়ী পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশ্বকাপ শুরু হয়েছে লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে। পাকিস্তান-শ্রীলঙ্কা-আফগানিস্তান ১০৫ ও ১৩৫ ও ২০৪ রানেই সাজঘরে ফিরে গেছে। মনে হচ্ছিল এশিয়ার জন্য এবারের বিশ্বকাপ যেন ‘কুফা’ হয়ে উঠেছে। কিন্তু মাশরাফি বাহিনী সে ধারণাকেই উল্টে দিয়েছে। দেশবাসীর অনন্য ঈদ উপহার দেওয়ার জন্য টাইগারদের অভিনন্দন। তাদের জন্য সাড়ে ১৬ কোটি মানুষের শুভ কামনা। আমাদের বিশ্বাস বিশ্বকাপের প্রথম খেলার জয় আরও ভালো করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।
শিরোনাম
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
টাইগারদের প্রোটিয়াবধ
দেশবাসীর জন্য ঈদ উপহার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর