বাঘের গর্জনই শোনা গেছে বিশ্বকাপে। প্রথম ম্যাচেই তারা পরাক্রমশালী দক্ষিণ আফ্রিকা দলকে হারিয়েছে ২১ রানে। প্রোটিয়াবধের এই মহাকাব্যে ব্যাট ও বল দুই ক্ষেত্রেই টাইগাররা ছিল এগিয়ে। ঈদের চাঁদ ওঠার আগেই দেশবাসীর জন্য এক অনন্য ঈদে উপহার দিয়েছে মাশরাফি বাহিনী। ইংল্যান্ডের ওভাল মাঠে রবিবার টসে হারে বাংলাদেশ। এই হারাটাই যেন বাংলাদেশের জন্য শাপেবর হয়ে দাঁড়ায়। প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনের সম্মিলিত প্রয়াসে সৃষ্টি হয়েছে যে কোনো বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৩০ রান। এ কথা ঠিক ওভালের ব্যাটিং পিচে এ রান খুব একটা নির্ভরযোগ্য নয়। তবে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ৩০৯ রানে আটকে রেখে দেশবাসীর জন্য এনে দেয় অসাধারণ জয়। ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে জাদুকরী পারফরম্যান্স দেখিছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার একটি বিশ্বরেকর্ডও গড়েছেন। ৫০০০ রান এবং ২৫০ উইকেট নিয়ে কিংবদন্তি অলরাউন্ডারদের বিরল তালিকায় নিজের নাম লিখিয়েছেন। সাকিব যেন তার জার্সি নম্বরের সঙ্গে মিল রেখে ব্যাট হাতেও খেলেছেন ৭৫ রানের ইনিংস। বল হাতে ১০ ওভারে ৫০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। মাইলফলকে পৌঁছার জন্য তার একটি উইকেটই দরকার ছিল। তবে বোলিং কিংবা ব্যাটিংয়ের চেয়েও যেন সুন্দর ছিল তার ক্যাচটি! সাইফউদ্দিনের বলে কাভারে যেন উড়ে গিয়ে প্রোটিয়া ব্যাটসম্যান ফেলকাওয়ের ক্যাচ তালুবন্দী করেন। নির্ভরতার প্রতীক হিসেবে বিবেচিত মুশফিকুর রহিম রবিবার ৮০ বলে ৭৮ রান করে নিজের জাত চিনিয়েছেন। সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংস ছিল দেখার মতো। বিশ্বকাপ জয়ী পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশ্বকাপ শুরু হয়েছে লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে। পাকিস্তান-শ্রীলঙ্কা-আফগানিস্তান ১০৫ ও ১৩৫ ও ২০৪ রানেই সাজঘরে ফিরে গেছে। মনে হচ্ছিল এশিয়ার জন্য এবারের বিশ্বকাপ যেন ‘কুফা’ হয়ে উঠেছে। কিন্তু মাশরাফি বাহিনী সে ধারণাকেই উল্টে দিয়েছে। দেশবাসীর অনন্য ঈদ উপহার দেওয়ার জন্য টাইগারদের অভিনন্দন। তাদের জন্য সাড়ে ১৬ কোটি মানুষের শুভ কামনা। আমাদের বিশ্বাস বিশ্বকাপের প্রথম খেলার জয় আরও ভালো করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।
শিরোনাম
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা