নরসিংদীর মাধবদীতে উৎপন্ন হওয়ায় ভূমিকম্পে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। আহতের সংখ্যা ৬০০-এর বেশি। বেশ কিছু ভবন ধসে পড়েছে। রাজধানীতেও হেলে পড়েছে অনেকগুলো ভবন। সে আতঙ্কের রেশ না কাটতেই শনিবার বাড্ডায় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে উৎপন্ন হওয়া ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে রাজধানী। ৩ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্প সহনীয় মাত্রার হলেও এর উৎপত্তিস্থল রাজধানীর প্রাণকেন্দ্রে হওয়ায় মহানগরীর আড়াই কোটি মানুষের উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। শনিবার রাজধানীতে উৎপন্ন ভূমিকম্পের ঠিক এক সেকেন্ড আগে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে নরসিংদীতে। একই দিন সকালে নরসিংদীর পলাশে ৩ দশমিক ৩ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। সাড়ে সাত ঘণ্টার ব্যবধানে দেশে তিনটি ভূমিকম্পকে অশনিসংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণত ১০০ থেকে ১৫০ বছর পরপর ৭ মাত্রার ভূমিকম্প হয়। বাংলাদেশের অভ্যন্তরে ১৮৬৯ থেকে ১৯১৮ সালের মধ্যে ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এগুলো হলো কাছাড় ভূমিকম্প, বেঙ্গল ভূমিকম্প ও গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প। ১৯১৮ সালে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দুই বছর আগের রিপোর্ট বলছে, মধুপুর ফল্টে যদি ৭ মাত্রার ভূমিকম্প হয় তাহলে সাড়ে ৮ লাখের ওপর ভবন ধসে পড়বে। এতে শুধু ঢাকায় ২ লাখের বেশি প্রাণহানি ঘটবে। তুরস্কে ৭ মাত্রার ওপর ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ঢাকায় জনঘনত্ব খুবই বেশি। নির্দ্বিধায় বলা যায়, ৭ মাত্রায় ভূমিকম্প হলে ঢাকায় লক্ষাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা থাকবে। ২১ নভেম্বরের চেয়ে যদি আরও বেশি সময় ধরে ভূমিকম্প হয় তাহলে কয়েক লাখ ভবন ধসে পড়তে পারে। লাখ লাখ মানুষ বিল্ডিং কোড মেনে ভবন না করায় ক্ষয়ক্ষতি ব্যাপক হারে বাড়বে। রাজধানীতে বড় মাপের ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকলেও উদ্ধারকাজ পরিচালনার কর্তৃপক্ষ দেশে নেই। নাগরিকদের মধ্যে সচেতনতার অভাবও প্রকট। ভূমিকম্পের সময় আতঙ্কে দৌড়াদৌড়ি কিংবা ভবন থেকে লাফ দিতে গিয়ে বেশির ভাগ মানুষ বিপদে পড়ে। এ ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ