তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে উভয় পক্ষের দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে। ঘটনার জের হিসেবে স্থানীয়রা বিনোদপুর পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ এবং শাহ মাখদুম হলের প্রাধ্যক্ষের বাসভবন ভাঙচুর করেছে। শিক্ষার্থীরা বিনোদপুর বাজারের দোকানপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন এমন অভিযোগ এলাকাবাসীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। বাসে বসাকে কেন্দ্র করে বাসের হেলপারের সঙ্গে শিক্ষার্থীদের বচসা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সংঘর্ষের সময় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর এবং বিনোদপুর পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিক আহত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দেওয়া তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সময় বিনোদপুর বাজারের কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। কে বা কারা এই আগুন দিয়েছে সে তথ্য তিনি জানাননি। বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির অভিযোগ সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী বাসের হেলপার ও ড্রাইভারকে মারতে শুরু করেন। পরে তারা দৌড়ে পাশেই ইমরানের জুতার দোকানে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তখন ইমরান তাদের রক্ষার চেষ্টা করলে তাকেও মারধর করেন শিক্ষার্থীরা। তখন অন্য দোকানিরা এগিয়ে এলে সবাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্যবসায়ী সমিতির দাবি, শিক্ষার্থীরা কমপক্ষে ৩০টি দোকান পুড়িয়ে দিয়েছে। তাদের হামলায় কয়েকজন দোকানদার আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের বচসা ও সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়া শিক্ষার্থীদের একাংশের অভ্যাসে পরিণত হয়েছে। এর ফলে স্থানীয়দের মধ্যে শিক্ষার্থীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব বিরাজ করছে স্থায়ীভাবে। যা শুধু অনাকাক্সিক্ষতই নয় দুর্ভাগ্যজনক। আমরা আশা করব শান্তি-শৃঙ্খলার স্বার্থে উভয় পক্ষই সংযমের পরিচয় দেবেন। এ ঘটনা যাতে আরও অশান্তির কারণ হয়ে না দাঁড়ায় সে জন্য সব পক্ষ সতর্ক থাকবেন এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ
- আশরাফুল হত্যা: ফাঁসির দাবিতে উত্তাল গোপালপুর
- ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে : ইসি সানাউল্লাহ
- মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ বিদেশি কর্মী আটক