তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে উভয় পক্ষের দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে। ঘটনার জের হিসেবে স্থানীয়রা বিনোদপুর পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ এবং শাহ মাখদুম হলের প্রাধ্যক্ষের বাসভবন ভাঙচুর করেছে। শিক্ষার্থীরা বিনোদপুর বাজারের দোকানপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন এমন অভিযোগ এলাকাবাসীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। বাসে বসাকে কেন্দ্র করে বাসের হেলপারের সঙ্গে শিক্ষার্থীদের বচসা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সংঘর্ষের সময় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর এবং বিনোদপুর পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিক আহত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দেওয়া তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সময় বিনোদপুর বাজারের কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। কে বা কারা এই আগুন দিয়েছে সে তথ্য তিনি জানাননি। বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির অভিযোগ সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী বাসের হেলপার ও ড্রাইভারকে মারতে শুরু করেন। পরে তারা দৌড়ে পাশেই ইমরানের জুতার দোকানে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তখন ইমরান তাদের রক্ষার চেষ্টা করলে তাকেও মারধর করেন শিক্ষার্থীরা। তখন অন্য দোকানিরা এগিয়ে এলে সবাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্যবসায়ী সমিতির দাবি, শিক্ষার্থীরা কমপক্ষে ৩০টি দোকান পুড়িয়ে দিয়েছে। তাদের হামলায় কয়েকজন দোকানদার আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের বচসা ও সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়া শিক্ষার্থীদের একাংশের অভ্যাসে পরিণত হয়েছে। এর ফলে স্থানীয়দের মধ্যে শিক্ষার্থীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব বিরাজ করছে স্থায়ীভাবে। যা শুধু অনাকাক্সিক্ষতই নয় দুর্ভাগ্যজনক। আমরা আশা করব শান্তি-শৃঙ্খলার স্বার্থে উভয় পক্ষই সংযমের পরিচয় দেবেন। এ ঘটনা যাতে আরও অশান্তির কারণ হয়ে না দাঁড়ায় সে জন্য সব পক্ষ সতর্ক থাকবেন এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- সিদ্ধিরগঞ্জে তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণে’র অভিযোগে মামলা
- জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান
- চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের গণসংযোগ
- সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
- কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
- বীরগঞ্জে ‘ষষ্ঠক নেতা কোর্স’ সম্পন্ন, নেতৃত্ব বিকাশে স্কাউটিং-এর ওপর জোর
- নারায়ণগঞ্জে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবায় ডায়াথার্মি মেশিন বিতরণ
- ঢাকা-১৭ আসনে লড়বেন শহিদ জহির রায়হানের ছেলে, যা বললেন মা সুচন্দা
- আগাম ফুলকপি-বাঁধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে
- বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
- ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করল ইউজিসি
- চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
- ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
- ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা
- ‘সুনামগঞ্জের ধান-চালে আর্সেনিকের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে অনেক কম’
- রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না : আমীর খসরু
- যুক্তরাষ্ট্রে সব এমডি-১১ কার্গো বিমান উড্ডয়ন বন্ধ
- বগুড়ায় থামছে না পেঁয়াজের ঝাঁজ, বিপাকে ক্রেতা
তুচ্ছ কারণে সংঘর্ষ
রাবিতে যা ঘটেছে তা প্রত্যাশিত নয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর