তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে উভয় পক্ষের দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে। ঘটনার জের হিসেবে স্থানীয়রা বিনোদপুর পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ এবং শাহ মাখদুম হলের প্রাধ্যক্ষের বাসভবন ভাঙচুর করেছে। শিক্ষার্থীরা বিনোদপুর বাজারের দোকানপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন এমন অভিযোগ এলাকাবাসীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। বাসে বসাকে কেন্দ্র করে বাসের হেলপারের সঙ্গে শিক্ষার্থীদের বচসা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সংঘর্ষের সময় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর এবং বিনোদপুর পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিক আহত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দেওয়া তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সময় বিনোদপুর বাজারের কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। কে বা কারা এই আগুন দিয়েছে সে তথ্য তিনি জানাননি। বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির অভিযোগ সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী বাসের হেলপার ও ড্রাইভারকে মারতে শুরু করেন। পরে তারা দৌড়ে পাশেই ইমরানের জুতার দোকানে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তখন ইমরান তাদের রক্ষার চেষ্টা করলে তাকেও মারধর করেন শিক্ষার্থীরা। তখন অন্য দোকানিরা এগিয়ে এলে সবাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্যবসায়ী সমিতির দাবি, শিক্ষার্থীরা কমপক্ষে ৩০টি দোকান পুড়িয়ে দিয়েছে। তাদের হামলায় কয়েকজন দোকানদার আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের বচসা ও সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়া শিক্ষার্থীদের একাংশের অভ্যাসে পরিণত হয়েছে। এর ফলে স্থানীয়দের মধ্যে শিক্ষার্থীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব বিরাজ করছে স্থায়ীভাবে। যা শুধু অনাকাক্সিক্ষতই নয় দুর্ভাগ্যজনক। আমরা আশা করব শান্তি-শৃঙ্খলার স্বার্থে উভয় পক্ষই সংযমের পরিচয় দেবেন। এ ঘটনা যাতে আরও অশান্তির কারণ হয়ে না দাঁড়ায় সে জন্য সব পক্ষ সতর্ক থাকবেন এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল