তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে উভয় পক্ষের দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে। ঘটনার জের হিসেবে স্থানীয়রা বিনোদপুর পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ এবং শাহ মাখদুম হলের প্রাধ্যক্ষের বাসভবন ভাঙচুর করেছে। শিক্ষার্থীরা বিনোদপুর বাজারের দোকানপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন এমন অভিযোগ এলাকাবাসীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। বাসে বসাকে কেন্দ্র করে বাসের হেলপারের সঙ্গে শিক্ষার্থীদের বচসা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সংঘর্ষের সময় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর এবং বিনোদপুর পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিক আহত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দেওয়া তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সময় বিনোদপুর বাজারের কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। কে বা কারা এই আগুন দিয়েছে সে তথ্য তিনি জানাননি। বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির অভিযোগ সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী বাসের হেলপার ও ড্রাইভারকে মারতে শুরু করেন। পরে তারা দৌড়ে পাশেই ইমরানের জুতার দোকানে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তখন ইমরান তাদের রক্ষার চেষ্টা করলে তাকেও মারধর করেন শিক্ষার্থীরা। তখন অন্য দোকানিরা এগিয়ে এলে সবাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্যবসায়ী সমিতির দাবি, শিক্ষার্থীরা কমপক্ষে ৩০টি দোকান পুড়িয়ে দিয়েছে। তাদের হামলায় কয়েকজন দোকানদার আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের বচসা ও সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়া শিক্ষার্থীদের একাংশের অভ্যাসে পরিণত হয়েছে। এর ফলে স্থানীয়দের মধ্যে শিক্ষার্থীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব বিরাজ করছে স্থায়ীভাবে। যা শুধু অনাকাক্সিক্ষতই নয় দুর্ভাগ্যজনক। আমরা আশা করব শান্তি-শৃঙ্খলার স্বার্থে উভয় পক্ষই সংযমের পরিচয় দেবেন। এ ঘটনা যাতে আরও অশান্তির কারণ হয়ে না দাঁড়ায় সে জন্য সব পক্ষ সতর্ক থাকবেন এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর