পিটিয়ে হত্যার উৎসব কিছুতেই থামছে না। নানা অজুহাতে চলছে আইন হাতে তুলে নেওয়ার বর্বরতা। দেশের আইনশৃঙ্খলার জন্য তা বিড়ম্বনা ডেকে আনছে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনা সারা দেশের মানুষকে স্তম্ভিত করেছে। মব জাস্টিস শেষ পর্যন্ত দেশের দুটি সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্রতা ক্ষুণ্ন করেছে; নৃশংসতার প্রতিফলন ঘটিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে এবং নানা ধরনের নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। যুবকের পরিবারের অভিযোগ, একটি মোবাইল নম্বর থেকে তাকে মুক্তির জন্য অর্থ চাওয়া হয়। বুধবার একই দিনে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে এক সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে গণপিটুনির মাধ্যমে। হত্যাকাণ্ডের শিকার দুই যুবকের বিরুদ্ধে যে অভিযোগই থাক না কেন, আইন নিজেদের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। জাতি এ দায়িত্ব কারও হাতে তুলে দেয়নি। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় দেশবাসীর ট্যাক্সের টাকায়। এ জন্য এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী- সবারই দায় দেশের ১৮ কোটি মানুষের ওপর। কিন্তু এই দায় পূরণে ঘাটতি চলছে যুগের পর যুগ ধরে। সেই পাকিস্তান আমলে আইয়ুব-মোনায়েমের ভাড়াটিয়া ছাত্র সংগঠনের দুর্বৃত্তায়নের শিকার হয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার পর যখন যে দল ক্ষমতায় এসেছে তাদের ছাত্র সংগঠনের দুর্বিনীত সদস্যদের হাতে জিম্মি হয়ে পড়েছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সব সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। বিগত দেড় যুগে বিশ্ববিদ্যালয়গুলো পরিণত হয়েছিল একটি বিশেষ ছাত্র সংগঠনের আখড়া হিসেবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যুত্থানের ফলে সে দুর্বৃত্তদের হাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মুক্ত হলেও নতুন দুর্বৃত্তরা যে শূন্যস্থান পূরণে থাবা বিস্তারের চেষ্টা করছে ঢাবি ও জাবির দুই হত্যাকাণ্ড তারই প্রমাণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ‘মব জাস্টিস’-এ জড়িত অপরাধীদের শাস্তি দাবি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য দলীয় রাজনীতি বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা আশা করব, মব জাস্টিসে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
শিরোনাম
- বাগেরহাটে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- হেড-স্মিথের সেঞ্চুরি, বুমরার ৫ উইকেট
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের নিয়োগ বাতিল দাবি শিক্ষকদের
- শেখ পরিবারের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল
- বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামীর
- ৭ চার, ৬ ছক্কায় তামিমের ব্যাটে এবার ৯১
- ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব প্রকাশ্যে, উত্তেজনা
- আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়, চেতনা ব্যবসায়ী : আব্দুস সালাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন অনুষ্ঠিত
- ‘আ. লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়, চেতনা ব্যবসায়ী’
- ‘পিলখানা হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু’
- টহল বাড়িয়ে ছিনতাই কমিয়ে আনতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- গুগল আনছে আবহাওয়ার নতুন পূর্বাভাস মডেল
- বাংলাদেশিদের পূর্ব তিমুরে বিনিয়োগের আহ্বান প্রেসিডেন্ট রামোসের
- ভালুকায় দুর্ধর্ষ ডাকাতিকালে মালামাল লুটের অভিযোগ
- ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
- বিজয় র্যালি বের করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- বিজয় দিবসে শিশু পার্কগুলো বিনা টিকিটে প্রদর্শনের নির্দেশ
- ‘শেখ হাসিনার আমলে মূল্যস্ফীতির বিকৃত পরিসংখ্যান উপস্থাপিত হয়েছে’
- আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে: খাদ্য উপদেষ্টা