বায়ুদূষণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দূষিত দেশে পরিণত হচ্ছে। দুই বছর আগে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে প্রতি বছর বায়ুদূষণে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির কথা বলা হয়। বিশ্বব্যাংকের কারবার অর্থকড়ি নিয়ে। স্বাস্থ্য খাত সে বিবেচনায় তাদের বিষয় নয়। কিন্তু বায়ুদূষণে জনস্বাস্থ্যের যে হুমকি সৃষ্টি হচ্ছে এবং তা অর্থনীতির জন্যও ক্ষতিকর হওয়ায় সেদিকে নজর দেওয়াকে বিশ্বব্যাংক প্রাসঙ্গিক মনে করছে। বিশ্বের এই শীর্ষ ঋণদাতা সংস্থার হিসাবে বাংলাদেশে উচ্চমাত্রার বায়ুদূষণের কারণে বছরে মারা যায় প্রায় ৮৮ হাজার মানুষ। একই সঙ্গে মোট দেশজ উৎপাদন তথা জিডিপির ক্ষতি হচ্ছে ৩ দশমিক ৯ থেকে ৪ দশমিক ৪ শতাংশ। বায়ুদূষণে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ ও বিষণ্নতার ঝুঁকি। এ ছাড়া অন্যান্য স্বাস্থ্যগত ঝুঁকিও বাড়ায় বায়ুদূষণ। পাঁচ বছরের কম বয়সি শিশু, বয়স্ক এবং সহজাত রোগে আক্রান্তরাও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। এদের মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ বা শ্বাসযন্ত্রের রোগে আক্রান্তরা অধিক ঝুঁকিপূর্ণ। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দুই বছরের ব্যবধানে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ঢাকা শহরে বড় নির্মাণ এবং ক্রমাগত যানবাহন চলাচলে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি। ঢাকায় বায়ুদূষণ এয়ার কোয়ালিটি নির্দেশিকা থেকে গড়ে ১৫০ শতাংশ বেশি। বায়ুদূষণে পরের অবস্থানে বৃহত্তর পার্শ্ববর্তী এলাকা। সেখানে সহনীয় মাত্রার চেয়ে ১৩৬ শতাংশ বেশি বায়ুদূষণ হচ্ছে। ২০১৯ সালে বাংলাদেশে মৃত্যু ও অক্ষমতার দ্বিতীয় বৃহত্তম কারণ ছিল বায়ুদূষণ। বাংলাদেশের সবচেয়ে দূষিত বিভাগ ঢাকা এবং সবচেয়ে কম দূষিত সিলেট। ২০১৮ সাল থেকে ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবে স্থান করে নিয়েছে। বায়ুদূষণ দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য যে বিসংবাদ সৃষ্টি করছে, তা রোধে সরকার এবং জনসাধারণের সচেতনতার বিকল্প নেই। বায়ুদূষণকারী ইটভাটার ব্যাপারে সতর্ক হতে হবে। দূষণের বিরুদ্ধে সক্রিয় হতে হবে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকেও।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
বায়ুদূষণ
জনসচেতনতার বিকল্প নেই
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর