বায়ুদূষণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দূষিত দেশে পরিণত হচ্ছে। দুই বছর আগে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে প্রতি বছর বায়ুদূষণে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির কথা বলা হয়। বিশ্বব্যাংকের কারবার অর্থকড়ি নিয়ে। স্বাস্থ্য খাত সে বিবেচনায় তাদের বিষয় নয়। কিন্তু বায়ুদূষণে জনস্বাস্থ্যের যে হুমকি সৃষ্টি হচ্ছে এবং তা অর্থনীতির জন্যও ক্ষতিকর হওয়ায় সেদিকে নজর দেওয়াকে বিশ্বব্যাংক প্রাসঙ্গিক মনে করছে। বিশ্বের এই শীর্ষ ঋণদাতা সংস্থার হিসাবে বাংলাদেশে উচ্চমাত্রার বায়ুদূষণের কারণে বছরে মারা যায় প্রায় ৮৮ হাজার মানুষ। একই সঙ্গে মোট দেশজ উৎপাদন তথা জিডিপির ক্ষতি হচ্ছে ৩ দশমিক ৯ থেকে ৪ দশমিক ৪ শতাংশ। বায়ুদূষণে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ ও বিষণ্নতার ঝুঁকি। এ ছাড়া অন্যান্য স্বাস্থ্যগত ঝুঁকিও বাড়ায় বায়ুদূষণ। পাঁচ বছরের কম বয়সি শিশু, বয়স্ক এবং সহজাত রোগে আক্রান্তরাও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। এদের মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ বা শ্বাসযন্ত্রের রোগে আক্রান্তরা অধিক ঝুঁকিপূর্ণ। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দুই বছরের ব্যবধানে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ঢাকা শহরে বড় নির্মাণ এবং ক্রমাগত যানবাহন চলাচলে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি। ঢাকায় বায়ুদূষণ এয়ার কোয়ালিটি নির্দেশিকা থেকে গড়ে ১৫০ শতাংশ বেশি। বায়ুদূষণে পরের অবস্থানে বৃহত্তর পার্শ্ববর্তী এলাকা। সেখানে সহনীয় মাত্রার চেয়ে ১৩৬ শতাংশ বেশি বায়ুদূষণ হচ্ছে। ২০১৯ সালে বাংলাদেশে মৃত্যু ও অক্ষমতার দ্বিতীয় বৃহত্তম কারণ ছিল বায়ুদূষণ। বাংলাদেশের সবচেয়ে দূষিত বিভাগ ঢাকা এবং সবচেয়ে কম দূষিত সিলেট। ২০১৮ সাল থেকে ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবে স্থান করে নিয়েছে। বায়ুদূষণ দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য যে বিসংবাদ সৃষ্টি করছে, তা রোধে সরকার এবং জনসাধারণের সচেতনতার বিকল্প নেই। বায়ুদূষণকারী ইটভাটার ব্যাপারে সতর্ক হতে হবে। দূষণের বিরুদ্ধে সক্রিয় হতে হবে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকেও।
শিরোনাম
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
বায়ুদূষণ
জনসচেতনতার বিকল্প নেই
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর