বায়ুদূষণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দূষিত দেশে পরিণত হচ্ছে। দুই বছর আগে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে প্রতি বছর বায়ুদূষণে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির কথা বলা হয়। বিশ্বব্যাংকের কারবার অর্থকড়ি নিয়ে। স্বাস্থ্য খাত সে বিবেচনায় তাদের বিষয় নয়। কিন্তু বায়ুদূষণে জনস্বাস্থ্যের যে হুমকি সৃষ্টি হচ্ছে এবং তা অর্থনীতির জন্যও ক্ষতিকর হওয়ায় সেদিকে নজর দেওয়াকে বিশ্বব্যাংক প্রাসঙ্গিক মনে করছে। বিশ্বের এই শীর্ষ ঋণদাতা সংস্থার হিসাবে বাংলাদেশে উচ্চমাত্রার বায়ুদূষণের কারণে বছরে মারা যায় প্রায় ৮৮ হাজার মানুষ। একই সঙ্গে মোট দেশজ উৎপাদন তথা জিডিপির ক্ষতি হচ্ছে ৩ দশমিক ৯ থেকে ৪ দশমিক ৪ শতাংশ। বায়ুদূষণে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ ও বিষণ্নতার ঝুঁকি। এ ছাড়া অন্যান্য স্বাস্থ্যগত ঝুঁকিও বাড়ায় বায়ুদূষণ। পাঁচ বছরের কম বয়সি শিশু, বয়স্ক এবং সহজাত রোগে আক্রান্তরাও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। এদের মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ বা শ্বাসযন্ত্রের রোগে আক্রান্তরা অধিক ঝুঁকিপূর্ণ। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দুই বছরের ব্যবধানে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ঢাকা শহরে বড় নির্মাণ এবং ক্রমাগত যানবাহন চলাচলে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি। ঢাকায় বায়ুদূষণ এয়ার কোয়ালিটি নির্দেশিকা থেকে গড়ে ১৫০ শতাংশ বেশি। বায়ুদূষণে পরের অবস্থানে বৃহত্তর পার্শ্ববর্তী এলাকা। সেখানে সহনীয় মাত্রার চেয়ে ১৩৬ শতাংশ বেশি বায়ুদূষণ হচ্ছে। ২০১৯ সালে বাংলাদেশে মৃত্যু ও অক্ষমতার দ্বিতীয় বৃহত্তম কারণ ছিল বায়ুদূষণ। বাংলাদেশের সবচেয়ে দূষিত বিভাগ ঢাকা এবং সবচেয়ে কম দূষিত সিলেট। ২০১৮ সাল থেকে ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবে স্থান করে নিয়েছে। বায়ুদূষণ দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য যে বিসংবাদ সৃষ্টি করছে, তা রোধে সরকার এবং জনসাধারণের সচেতনতার বিকল্প নেই। বায়ুদূষণকারী ইটভাটার ব্যাপারে সতর্ক হতে হবে। দূষণের বিরুদ্ধে সক্রিয় হতে হবে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকেও।
শিরোনাম
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’