বায়ুদূষণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দূষিত দেশে পরিণত হচ্ছে। দুই বছর আগে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে প্রতি বছর বায়ুদূষণে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির কথা বলা হয়। বিশ্বব্যাংকের কারবার অর্থকড়ি নিয়ে। স্বাস্থ্য খাত সে বিবেচনায় তাদের বিষয় নয়। কিন্তু বায়ুদূষণে জনস্বাস্থ্যের যে হুমকি সৃষ্টি হচ্ছে এবং তা অর্থনীতির জন্যও ক্ষতিকর হওয়ায় সেদিকে নজর দেওয়াকে বিশ্বব্যাংক প্রাসঙ্গিক মনে করছে। বিশ্বের এই শীর্ষ ঋণদাতা সংস্থার হিসাবে বাংলাদেশে উচ্চমাত্রার বায়ুদূষণের কারণে বছরে মারা যায় প্রায় ৮৮ হাজার মানুষ। একই সঙ্গে মোট দেশজ উৎপাদন তথা জিডিপির ক্ষতি হচ্ছে ৩ দশমিক ৯ থেকে ৪ দশমিক ৪ শতাংশ। বায়ুদূষণে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ ও বিষণ্নতার ঝুঁকি। এ ছাড়া অন্যান্য স্বাস্থ্যগত ঝুঁকিও বাড়ায় বায়ুদূষণ। পাঁচ বছরের কম বয়সি শিশু, বয়স্ক এবং সহজাত রোগে আক্রান্তরাও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। এদের মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ বা শ্বাসযন্ত্রের রোগে আক্রান্তরা অধিক ঝুঁকিপূর্ণ। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দুই বছরের ব্যবধানে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ঢাকা শহরে বড় নির্মাণ এবং ক্রমাগত যানবাহন চলাচলে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি। ঢাকায় বায়ুদূষণ এয়ার কোয়ালিটি নির্দেশিকা থেকে গড়ে ১৫০ শতাংশ বেশি। বায়ুদূষণে পরের অবস্থানে বৃহত্তর পার্শ্ববর্তী এলাকা। সেখানে সহনীয় মাত্রার চেয়ে ১৩৬ শতাংশ বেশি বায়ুদূষণ হচ্ছে। ২০১৯ সালে বাংলাদেশে মৃত্যু ও অক্ষমতার দ্বিতীয় বৃহত্তম কারণ ছিল বায়ুদূষণ। বাংলাদেশের সবচেয়ে দূষিত বিভাগ ঢাকা এবং সবচেয়ে কম দূষিত সিলেট। ২০১৮ সাল থেকে ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবে স্থান করে নিয়েছে। বায়ুদূষণ দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য যে বিসংবাদ সৃষ্টি করছে, তা রোধে সরকার এবং জনসাধারণের সচেতনতার বিকল্প নেই। বায়ুদূষণকারী ইটভাটার ব্যাপারে সতর্ক হতে হবে। দূষণের বিরুদ্ধে সক্রিয় হতে হবে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকেও।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
বায়ুদূষণ
জনসচেতনতার বিকল্প নেই
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর