বায়ুদূষণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দূষিত দেশে পরিণত হচ্ছে। দুই বছর আগে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে প্রতি বছর বায়ুদূষণে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির কথা বলা হয়। বিশ্বব্যাংকের কারবার অর্থকড়ি নিয়ে। স্বাস্থ্য খাত সে বিবেচনায় তাদের বিষয় নয়। কিন্তু বায়ুদূষণে জনস্বাস্থ্যের যে হুমকি সৃষ্টি হচ্ছে এবং তা অর্থনীতির জন্যও ক্ষতিকর হওয়ায় সেদিকে নজর দেওয়াকে বিশ্বব্যাংক প্রাসঙ্গিক মনে করছে। বিশ্বের এই শীর্ষ ঋণদাতা সংস্থার হিসাবে বাংলাদেশে উচ্চমাত্রার বায়ুদূষণের কারণে বছরে মারা যায় প্রায় ৮৮ হাজার মানুষ। একই সঙ্গে মোট দেশজ উৎপাদন তথা জিডিপির ক্ষতি হচ্ছে ৩ দশমিক ৯ থেকে ৪ দশমিক ৪ শতাংশ। বায়ুদূষণে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ ও বিষণ্নতার ঝুঁকি। এ ছাড়া অন্যান্য স্বাস্থ্যগত ঝুঁকিও বাড়ায় বায়ুদূষণ। পাঁচ বছরের কম বয়সি শিশু, বয়স্ক এবং সহজাত রোগে আক্রান্তরাও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। এদের মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ বা শ্বাসযন্ত্রের রোগে আক্রান্তরা অধিক ঝুঁকিপূর্ণ। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দুই বছরের ব্যবধানে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ঢাকা শহরে বড় নির্মাণ এবং ক্রমাগত যানবাহন চলাচলে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি। ঢাকায় বায়ুদূষণ এয়ার কোয়ালিটি নির্দেশিকা থেকে গড়ে ১৫০ শতাংশ বেশি। বায়ুদূষণে পরের অবস্থানে বৃহত্তর পার্শ্ববর্তী এলাকা। সেখানে সহনীয় মাত্রার চেয়ে ১৩৬ শতাংশ বেশি বায়ুদূষণ হচ্ছে। ২০১৯ সালে বাংলাদেশে মৃত্যু ও অক্ষমতার দ্বিতীয় বৃহত্তম কারণ ছিল বায়ুদূষণ। বাংলাদেশের সবচেয়ে দূষিত বিভাগ ঢাকা এবং সবচেয়ে কম দূষিত সিলেট। ২০১৮ সাল থেকে ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবে স্থান করে নিয়েছে। বায়ুদূষণ দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য যে বিসংবাদ সৃষ্টি করছে, তা রোধে সরকার এবং জনসাধারণের সচেতনতার বিকল্প নেই। বায়ুদূষণকারী ইটভাটার ব্যাপারে সতর্ক হতে হবে। দূষণের বিরুদ্ধে সক্রিয় হতে হবে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকেও।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ