কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেলগামে মঙ্গলবারের জঙ্গি হামলার ২৮ জনের প্রাণহানির জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধ শুরু করেছে। এরই অংশ হিসেবে বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা মন্ত্রণালয়সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবাঞ্ছিত করা হয়েছে। ঝিলম নদের পানিবণ্টন বা সিন্ধু নদসম্পর্কিত চুক্তি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। যত দিন পর্যন্ত পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবে, তত দিন বহাল থাকবে নিষেধাজ্ঞা। ভারত-পাকিস্তানের বাঘা সীমান্ত বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রতিবেশী দুই দেশ শুধু নয়, আন্তর্জাতিক পর্যায়েও ঘটনাটি নিয়েও প্রশ্ন উঠেছে, কারা রয়েছে ভয়াবহ হামলার নেপথ্যে? ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলার দিন জলপাই রঙের পোশাক পরে ঘোড়ায় চেপে ছয়-সাত জঙ্গি পহেলগাম রিসোর্টে প্রবেশ করে। এরপর তারা ছোট ছোট দলে ভাগ হয়ে আচমকা ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ধর্মীয় পরিচয় যাচাই করে জঙ্গিরা ‘টার্গেট কিলিং’ চালায়। নিহত ব্যক্তিরা সবাই দেশবিদেশের পর্যটক; যাদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। জঙ্গিরা পর্যটকদের ধমীর্য় পরিচয় জানতে চায়। এরপর লাইনে দাঁড় করিয়ে পুরুষদের ওপর মেশিনগান চালায়। এরই মধ্যে এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট একটি জঙ্গি গোষ্ঠী। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারীদের পরিচয় বের করতে গোয়েন্দারা সন্দেহভাজন জঙ্গিদের ছবি ও স্কেচ প্রকাশ করেছে। নিরাপত্তা বাহিনীর সন্দেহ, জঙ্গিরা পাকিস্তানের কিশতওয়ার থেকে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকে হামলা চালিয়েছে। ইতোমধ্যে কাশ্মীরে জঙ্গি হামলার বিরুদ্ধে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। ২৮ জনের প্রাণহারি ঘটেছে। এ নিয়ে যে কূটনৈতিক যুদ্ধ শুরু হয়েছে, তা দীর্ঘদিন চলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। কাশ্মীরে জঙ্গি হামলায় যারাই জড়িত থাকুক, তা নিন্দনীয় ঘটনা। আশা করব, দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে দুই দেশ সংযমের পরিচয় দেবে।
শিরোনাম
- মধ্যরাতে চবি এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ
- সামাজিক মাধ্যমে ট্রাম্পের মৃত্যুর গুজব
- চবিতে প্রকৌশল শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মশাল মিছিল
- এলডিসি গ্র্যাজুয়েশন বিতর্কে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
- বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেব না: নওশাদ
- নামাজ শেষে ঘরে বসা অবস্থায় গৃহবধূ খুন
- মানিকগঞ্জ পৌরসভায় রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- কুমিল্লা নগরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
- যশোর মণিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
- চার বছর পর শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল, মুন্সিগঞ্জে উদ্বোধন
- সাবমেরিন ক্যাবল ছিঁড়ে ৫ দিন ধরে বিদ্যুতবিহীন মেহেন্দিগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
- মুক্তিপণের টাকা পরিশোধ করে বাড়ি ফিরেছে অপহৃত সাত জেলে
- সাবেকদের অনুপ্রেরণায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে উদ্যোগ
- জাকসু নির্বাচনে নতুন তিনটি প্যানেলের আত্মপ্রকাশ
- শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- বিমানবন্দর সড়কের ৭ অংশে রবিবার চালু হচ্ছে সিগন্যাল ব্যবস্থা
- স্বর্ণের দাম আরও বাড়লো
- চবিতে শহীদ তরুয়া-ফরহাদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবলের ট্রফি উন্মোচন