আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক করা নিয়ে রাজনীতির মাঠ যেভাবে গরম হয়ে উঠছিল, সেখানে যেন একপশলা স্বস্তির বৃষ্টি হয়ে গেল। শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন নিয়ে টানাপোড়েন ও অনিশ্চয়তার মেঘ অনেকটাই কেটে গেছে। নির্বাচনের সময়সীমা নিয়ে দুই নেতা ঐকমত্যে পৌঁছেছেন। বিভিন্ন দল, শ্রেণি-পেশার মানুষ একে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এর মাধ্যমে জাতি স্বস্তির বার্তা পেয়েছে। দুই নেতা যেন জাতিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখালেন। ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাতে পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ, সৌজন্য ও সৌহার্দের যে দৃষ্টান্ত স্থাপিত হলো-তাও ‘নতুন বাংলাদেশ’-এর ইঙ্গিত বহন করে। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন দুঃখজনকভাবে এ ধরনের শিষ্টাচারচর্চা অনুপস্থিত ছিল। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে-প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। এর আগে বিএনপির দাবি ছিল, এ বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। অন্যদিকে ঈদের আগে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন, ভোট হবে আগামী এপ্রিলের প্রথমার্ধে। দুই মাস এগিয়ে-পিছিয়ে দুই পক্ষের সমঝোতায় এটাও প্রমাণ হলো যে সদিচ্ছা নিয়ে আলোচনার মাধ্যমে সব সংকটের সমাধান সম্ভব। লন্ডনে ইউনূস-তারেক বৈঠকে সন্তোষ প্রকাশ করেছে প্রায় সব রাজনৈতিক দল। বর্তমান সরকার শুরু থেকেই সব দলকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে এবং তাদের সঙ্গে বিভিন্ন প্রশ্নে ঐকমত্যে পৌঁছার প্রক্রিয়া চলমান রয়েছে। ফলে এখনই কোনো বিষয়ে সন্দেহ, ক্ষোভ প্রকাশের চেয়ে আলোচনার পথে চলাই কার্যকর ও শোভন। জাতি চায়, যত দ্রুত সম্ভব একটা অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অবিতর্কিত নির্বাচনের মাধ্যমে দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। ইউনূস-তারেক বৈঠক সে পথে কয়েক ধাপ এগিয়ে দিল, এ কথা বলাই যায়। বাকিটা সম্পন্ন হোক সব অংশীজনের সর্বাত্মক প্রচেষ্টা, সমর্থন, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে।
শিরোনাম
- রংপুরে বাস পুকুরে পড়ে নিহত ২, আহত ২০
- স্থগিত হলো কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা
- নির্বাচনের আগে ডিসি-এসপি পদে রদবদল হবে
- সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ
- কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ভোটের মার্কা শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
- ১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
ইউনূস-তারেক বৈঠক
গণতন্ত্রের জন্য সুবাতাস
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর