আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক করা নিয়ে রাজনীতির মাঠ যেভাবে গরম হয়ে উঠছিল, সেখানে যেন একপশলা স্বস্তির বৃষ্টি হয়ে গেল। শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন নিয়ে টানাপোড়েন ও অনিশ্চয়তার মেঘ অনেকটাই কেটে গেছে। নির্বাচনের সময়সীমা নিয়ে দুই নেতা ঐকমত্যে পৌঁছেছেন। বিভিন্ন দল, শ্রেণি-পেশার মানুষ একে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এর মাধ্যমে জাতি স্বস্তির বার্তা পেয়েছে। দুই নেতা যেন জাতিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখালেন। ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাতে পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ, সৌজন্য ও সৌহার্দের যে দৃষ্টান্ত স্থাপিত হলো-তাও ‘নতুন বাংলাদেশ’-এর ইঙ্গিত বহন করে। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন দুঃখজনকভাবে এ ধরনের শিষ্টাচারচর্চা অনুপস্থিত ছিল। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে-প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। এর আগে বিএনপির দাবি ছিল, এ বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। অন্যদিকে ঈদের আগে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন, ভোট হবে আগামী এপ্রিলের প্রথমার্ধে। দুই মাস এগিয়ে-পিছিয়ে দুই পক্ষের সমঝোতায় এটাও প্রমাণ হলো যে সদিচ্ছা নিয়ে আলোচনার মাধ্যমে সব সংকটের সমাধান সম্ভব। লন্ডনে ইউনূস-তারেক বৈঠকে সন্তোষ প্রকাশ করেছে প্রায় সব রাজনৈতিক দল। বর্তমান সরকার শুরু থেকেই সব দলকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে এবং তাদের সঙ্গে বিভিন্ন প্রশ্নে ঐকমত্যে পৌঁছার প্রক্রিয়া চলমান রয়েছে। ফলে এখনই কোনো বিষয়ে সন্দেহ, ক্ষোভ প্রকাশের চেয়ে আলোচনার পথে চলাই কার্যকর ও শোভন। জাতি চায়, যত দ্রুত সম্ভব একটা অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অবিতর্কিত নির্বাচনের মাধ্যমে দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। ইউনূস-তারেক বৈঠক সে পথে কয়েক ধাপ এগিয়ে দিল, এ কথা বলাই যায়। বাকিটা সম্পন্ন হোক সব অংশীজনের সর্বাত্মক প্রচেষ্টা, সমর্থন, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে।
শিরোনাম
- এমপিওভুক্ত শিক্ষকদের ‘বিশেষ সুবিধা’ নিয়ে মাউশির নির্দেশনা
- ভাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- ট্রানজিটে মার্কিন অনীহা, তাইওয়ান প্রেসিডেন্টের লাতিন আমেরিকা সফর স্থগিত
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত
- অতি বৃষ্টিতে ধানের খড় নষ্ট, বিপাকে খামারিরা
- ১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার
- ছেলেসহ সালমান এফ রহমানকে ১৫০ কোটি টাকা জরিমানা
- ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
- মোংলায় ৩০ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
- সুস্পষ্ট ঐকমত্যের তালিকা রাজনৈতিক দলগুলোকে আজ দেয়া হবে : আলী রীয়াজ
- হবিগঞ্জে টমটম চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন
- যেসব নীতিমালা-আইন কাজে আসছে না সেগুলো পরিবর্তনের পরামর্শ প্রধান উপদেষ্টার
- ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে চাষীদের মানববন্ধন
- সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারের : মঈন খান
- অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ চিন্তা করার সময় এসেছে : দেবপ্রিয় ভট্টাচার্য
- আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল
- তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে : ধর্ম উপদেষ্টা
- কাঠালিয়ায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ
- আরও একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩