ঝড়-বৃষ্টি-বন্যা, জলোচ্ছ্বাস-ভাঙন আমদের খুব চেনা। এসব প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে বোঝাপড়া করেই প্রজন্ম-পরম্পরায় টিকে আছে দেশের মানুষ। ফি-বছর প্রকৃতির নানা আঘাত অনেক ক্ষতির কারণ হয়। বেশ খানিকটা পিছিয়ে দেয় অগ্রগতির চাকা। যেমন দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। অতিবৃষ্টি এবং উজানের ঢলে নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। কিছু এলাকার পরিস্থিতি আরও অবনতির শঙ্কা রয়েছে। কারণ এখনো বিচ্ছিন্নভাবে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদনদীগুলোতে ইতোমধ্যে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে কোথাও কোথাও। এরই মধ্যে নোয়াখালীর নিঝুমদ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অস্বাভাবিক উচ্চতায় জোয়ারে তলিয়ে গেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। প্লাবিত হয়েছে সেন্ট মার্টিন দ্বীপও। অমাবস্যার জো ও নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সৈকতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দফায় দফায় নিম্নচাপ ও অস্বাভাবিক জোয়ারের তাণ্ডবে এ সৈকতের অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়েছে। সাগরের আগ্রাসি ঢেউয়ের আঘাতে হারিয়ে যাচ্ছে সড়ক অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনা। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুট বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু এলাকা প্লাবিত হয়। প্রতিকূল আবহাওয়ায় জাহাজ বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাদ্য-পানীয়সংকট দেখা দিয়েছে। মেরিন ড্রাইভের আড়াই কিলোমিটারজুড়ে ভাঙনের চিহ্ন। এর আগেই অবশ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার খবর দেয় আবহাওয়া দপ্তর। পর্যাপ্ত সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে শনিবার রাতে ভয়াবহ পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। বলা হয়, অন্তত ১৫ জেলায় তিন ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কার কথা। এ পরিপ্রেক্ষিতে সবারই বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। দুর্যোগ ঝুঁকিপ্রবণ এলাকাগুলোর স্থানীয় প্রশাসন, সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসহ সব শ্রেণি-পেশার সামর্থ্যবান মানুষদের প্রতি অনুরোধ-প্রতিকূলতা মোকাবিলার প্রস্তুতি রাখুন। দুর্গতদের জানমাল রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে তৈরি থাকুন। জরুরি আশ্রয়, খাদ্য-পানীয় ও ওষুধের ব্যবস্থা রাখুন। এ সময় এটাই জরুরি মানবিক কর্তব্য।
শিরোনাম
- এশিয়া কাপে মুখোমুখি ভারত–পাকিস্তান, মাঠে কোন একাদশ?
- পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়ায় হরতাল-অবরোধ
- যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব পেল গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স
- পাকিস্তানকে হারাতে ভারতের ‘বি’ দলই যথেষ্ট: অতুল ওয়াসান
- আজ জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকছেন প্রধান উপদেষ্টা
- বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: রিজভী
- দেশে কর্মসংস্থান সংকট মহামারী আকার ধারণ করছে : হোসেন জিল্লুর
- সেবাগ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ অর্থ উপদেষ্টার
- পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে ভাই গুলিবিদ্ধ, বোনকে ছুরিকাঘাত
- যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর উদ্যোগ সরকারের
- মেগা সিরিয়াল খুশবুতে আইটেম গানে সামিরা খান মাহি
- মেহেরপুরে ফসলি জমির পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন
- রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে হামলা চালাল ইউক্রেন
- দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
- জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা মামুনুল হকের
- বরগুনায় থামছে না ডেঙ্গুর প্রকোপ, নতুন আক্রান্ত ৫৮ জন
- চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু
- মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা
- বরগুনায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪
- মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
বন্যা-ভাঙনে দিশাহারা
দুর্গতদের পাশে থাকা জরুরি
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর