নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। দলের পক্ষে জোড়া গোল করেন ব্রুনো ফার্নান্দেস, আর ওয়েস্ট হ্যামের একমাত্র গোলটি আসে জ্যারোড বউয়েনের পা থেকে।
প্রাক মৌসুমে নিজেদের গুছিয়ে নিতে প্রস্তুতি ম্যাচগুলো খেলছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। সেই ধারাবাহিকতায় ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামে ইউনাইটেড। গেলো মৌসুমের হতাশা ভুলে নতুন মৌসুমে ভালো শুরু করতে চায় রুবেন আমোরিমের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইউনাইটেড। মাত্র ৫ মিনিটেই পেনাল্টি পায় দলটি। স্পট কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস।
প্রথমার্ধে আর কোনো গোল না হলেও, একাধিকবার আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও আঘাত হানে ব্রুনো। ২-০ গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
তবে গোল হজম করে জেগে ওঠে ওয়েস্ট হ্যাম। ৬৩ মিনিটে ব্যবধান কমায় তারা। জ্যারোড বউয়েনের নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-১-এ।
ম্যাচের শেষভাগে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালায় ওয়েস্ট হ্যাম। কিন্তু ইউনাইটেডের রক্ষণভাগ আর কোনো সুযোগ দেয়নি। পাল্টা আক্রমণে ইউনাইটেডও বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিডি প্রতিদিন/মুসা