অন্তর্বর্তী সরকারের এক বছরে সরকারি-বেসরকারি সেবা দপ্তরে ঘুষের পরিমাণ কয়েক গুণ বেড়েছে। সরকারের কর্ণধারদের সততা নিয়ে জনমনে তেমন প্রশ্ন না থাকলেও ঘুষখোররা ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সরকারের কড়া মনোভাবকে আয় বাড়াবার বাড়তি সুযোগ হিসেবে ব্যবহার করছে। অতীতে যেমন সামরিক শাসনামল কিংবা ওয়ান-ইলেভেনের সময় কড়া আইনের দোহাই দিয়ে দুর্নীতিবাজরা ঘুষের রেট বাড়িয়েছে, এবারই গত এক বছরে ঘটেছে অভিন্ন চর্চা। এর ফলে সরকারের সুনাম প্রশ্নবিদ্ধ হচ্ছে। বাড়ছে ভুক্তভোগী মানুষের ক্ষোভ। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে সেবাগ্রহীতাদের বরাত দিয়ে বলা হয়েছে, আগে যে কাজের জন্য ১০ হাজার টাকা ঘুষ দিতে হতো, বর্তমানে সে কাজের জন্য দিতে হচ্ছে ৫০ হাজার টাকা। ঘুষ লেনদেনের এ ব্যবস্থায় নতুন নতুন তদবিরবাজের সক্রিয়তা বাড়ছে। বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণের সুদ মওকুফ, নতুন ঋণ অনুমোদন ও মামলার জামিনের ক্ষেত্রে ঘুষের হার বেড়েছে। এসব খাতে আগে পরিচিত কিছু ব্যক্তি তদবির করলেও বর্তমানে নতুন মুখের দাপট বেড়েছে, যারা নিজেদের প্রভাব খাটিয়ে মোটা অঙ্কের ঘুষ দাবি করছে। এক ব্যবসায়ীর বরাত দিয়ে ঘুষের রেট ৫ গুণ বৃদ্ধির তথ্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের আগে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন ৫ লাখ টাকা দিতে হয়। টিআইবির পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে, বিচারিক সেবা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চহার অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা। অন্যদিকে ভূমি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং বিআরটিএর মতো সেবায়ও উচ্চমাত্রার দুর্নীতি ও ঘুষ রয়েছে, যা জনগণের মৌলিক অধিকার বাধাগ্রস্ত করছে। দেশের মানুষ জুলাই গণ অভ্যুত্থানে সাড়া দিয়েছিল ঘুষ-দুর্নীতির ভয়াল দৈত্যের দৌরাত্ম্য থামাতে। সে দৈত্য আরও বেপরোয়া হয়ে উঠবে তা কোনোভাবেই কাম্য হতে পারে না। ঘুষ-দুর্নীতির বিস্তার জনমনে হতাশা সৃষ্টি করছে। পতিত স্বৈরাচারের গ্রহণযোগ্যতা তৈরিতেও তা অবদান রাখছে। এ বাস্তবতায় ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে এখনই।
শিরোনাম
- ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে ছুটল জাহাজগুলো
- চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার বাতিলের দাবিতে মানববন্ধন
- ৫ টন চাল, ৬০০ কেজি পেঁয়াজ, এক কড়াইয়ে রেকর্ড রান্না
- মেয়েকে কলেজে দিয়ে ফেরার পথে প্রাণ গেল বাবার
- ব্যারিস্টার ফুয়াদরা জানেন না কোথায় থামতে হবে : হামিম
- ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি
- সৌদি, তুরস্ক ও ইরাকের জন্যও অপেক্ষা করছে ইসরায়েলি বোমা: সাবেক আইআরজিসি প্রধান
- ৬ বিভাগে অতিভারি বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা
- ফরিদপুরে রেল-সড়কপথ অবরোধ, আটকে গেছে ঢাকাগামী ট্রেন
- সরকার পরিবর্তনের ডাক দিয়ে যুক্তরাজ্যে নতুন ভোটের আহ্বান মাস্কের
- আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, টিটিপির ৩৫ সদস্য নিহত
- সৌদিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
- রাজধানীতে বৃষ্টিতে যানজটে ভোগান্তি
- পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- নেপালের পর্যটন খাত বিপর্যস্ত, ২ দিনে ক্ষতি ২৫০০ কোটি রুপি
- কক্সবাজারে ধর্ষণে বাধা দেওয়ায় স্ত্রীর সামনে স্বামীকে হত্যা
- এবার রোমানিয়ায় ঢুকলো রাশিয়ার ড্রোন
- জনবল সংকটে আরডিএ'র প্রশিক্ষণ সেবা ব্যাহত
- টরন্টোতে শিশুদের নিয়ে কর্মশালা
- সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা