মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিচালিত বিশেষ অভিযানে গাংনী থানা পুলিশ চারজন পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। অভিযানে নেতৃত্ব দেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল।
গত ২৪ ঘণ্টার মধ্যে পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেফতার হন রামকৃষ্ণপুর ধলা গ্রামের নাহিদ হাসান (২০) ও নয়ন হাসান (২১), চিৎলা গ্রামের মো. ইমদাদুল এবং বাঁশবাড়ীয়া গ্রামের মো. খালেক মন্ডল (৪৫)।
ওসি বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত নাহিদ হাসান ও নয়ন হাসানের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রয়েছে। অন্যদিকে মো. ইমদাদুল ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত এবং ৪৮ লাখ টাকা জরিমানার পরোয়ানাভুক্ত আসামি। মো. খালেক মন্ডল নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার হন।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার জানান, জেলার অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ