ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজিসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি দূর করতে আমরা শুরু থেকেই কাজ করছি। এসব ব্যাপারে আমরা আপসহীন। সে যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী চন্দনকোঠা কমিউনিটি সেন্টারে পঞ্চায়েত সরদার ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদাবাজদের প্রতি হুঁশিয়ারি দিয়ে নবীউল্লাহ নবী আরও বলেন, বিএনপি কখনই চাঁদাবাজি ও সন্ত্রাস সমর্থন করে না। চাঁদাবাজি করছে অন্যরা, আর নাম পড়ছে বিএনপির। যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে এসব অপকর্মে লিপ্ত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ডেমরা ও যাত্রাবাড়ী থানার নেতাকর্মীদের প্রস্তুতি নিতে আহ্বান জানান নবীউল্লাহ নবী। তিনি বলেন, আওয়ামী দোসররা যেকোনো মূল্যে জাতীয় নির্বাচনকে বিঘ্ন বা বিলম্বিত করার চেষ্টা করবে। এসব বিষয়েও সজাগ থাকতে হবে। পাশাপাশি বিএনপি ও তারেক রহমানের ৩১ দফা প্রত্যেকের কাছে যেন পৌঁছে যে বিষয়ে মাঠে আরও সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
যাত্রাবাড়ী কুতুবখালী কেন্দ্রীয় পঞ্চায়েত কমিটির বড় সরদার আলহাজ্ব আলতাব হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, হাজী মো. আলী হোসেন, হাজী নজরুল ইসলাম, হাজী মনিরুজ্জামান বদু মাতবর, হাজী আনোয়ার আইয়ূব, মকবুল হোসেন ও হাজী আমিনুর রহমান আমির প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই