সম্প্রতি চীনের সাংহাইয়ে ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা উভয় প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সিইও ল্যারি ওয়াংসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্রাস্ট ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মো. মোস্তফা মোশাররফ এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনালের দক্ষিণ-পূর্ব এশিয়ার জেনারেল ম্যানেজার কাই হুইমিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির অধীনে, ট্রাস্ট ব্যাংক বাংলাদেশে ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড চালু এবং এর সফল লেনদেন নিষ্পত্তি নিয়ে কাজ করবে। এই কৌশলগত অংশীদারিত্বের ফলে চীন থেকে আসা ও চীনে ভ্রমণকারী পর্যটক, ব্যবসায়ী, চিকিৎসা সুবিধা গ্রহণকারী ব্যক্তিগণ সুবিধাজনক ও সুরক্ষিত পেমেন্ট সমাধান পাবেন।
বিডি প্রতিদিন/কেএ