বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লতা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বিকেলে লাশ উদ্ধার করা হয় বলে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্য পরিদর্শক এনামুল হক জানিয়েছেন।
তিনি জানান, মেহেন্দিগঞ্জের লতা নদীর পূর্ব ভঙ্গা গ্রামে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে তাদের খবর দেয়। সম্পূর্ন নগ্ন থাকা লাশটি অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩০ বছর বয়সী কোন যুবকের। লাশের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে ৬/৭ দিন পূর্বে মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম