আজ থেকে শুরু হচ্ছে ৩১তম জাতীয় সিনিয়র পুরুষ বক্সিং প্রতিযোগিতা। একই সঙ্গে পর্দা উঠছে সপ্তম জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের। এবারে বড় চমক হচ্ছেন আমেরিকান প্রবাসী নারী বক্সার জিনাত। বাংলাদেশে তিনি এবারই প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। বাংলাদেশি বংশো™ভূত এ বক্সার আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনার পদক জেতেন। দুই বছর আগে এশিয়ান গেমসে তিনি বাংলাদেশের হয়ে লড়লেও কোনো সুবিধা করতে পারেননি। জাতীয় বক্সিংয়ে জিনাতের অংশগ্রহণ নিয়ে বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এস কুদ্দুস বলেন, জিনাত গুডউইল ক্লাবের হয়ে লড়বেন। ৫২ কেজি ওজনে খেলবেন।
৩০ জুলাই প্রতিযোগিতার সমাপনী দিনে তাকে সম্মাননা জানানো হবে। কেননা, তিনি আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেয়েছেন।’
ফেডারেশন আশা করছে, জিনাতের অংশগ্রহণে জাতীয় বক্সিংয়ে সৌন্দর্য বাড়বে। তাকে দিয়ে দেশের নারী বক্সারদের নিয়ে কিছু করা যায় কি না, তা নিয়েও ভাবছে ফেডারেশন।