পানি কিছুটা কমলেও বাড়ছে জন দুর্ভোগ, নোয়াখালী পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে এখনো জলাবদ্ধতায় ভুগছে পৌরবাসী।হরিনারায়নপুর, মধুপুর, গোপাই ও আলফারুক স্কুল সড়ক, হাউজিং ও স্টেডিয়াম পাড়সহ বিভিন্ন ওয়ার্ডে শতাধিক পরিবার পানিবন্দি রয়েছে এতে বাড়ছে জন দুর্ভোগ। রবিবার বিকেলে সরেজমিনে বিভিন্ন ওয়ার্ডে গেলে জলাবদ্ধতার এমন চিত্র দেখা যায়। হরিনারায়নপুর গ্রামের পৌরনাগরিক আবদুল মন্নান ও গুপ্তাংকের স্বর্নকার গোপাল জানান, ছাগরমারা খাল দখল এবং দূষণের কারণে পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় বারবার এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। প্রশাসনকে বার বার জানানোর পরেও তেমন কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, পানি নিষ্কাশনে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বৃষ্টি না হলে জলাবদ্ধতা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে এবং দখলদারদের উচ্ছেদ করা হবে। এটি প্রথম শ্রেণির পৌরসভা হলে ও নাগরিকরা সুবিধা থেকে বঞ্চিত।
বিডি প্রতিদিন/এএ