ইংলিশদের দাপটে রীতিমতো ওল্ড ট্র্যাফোর্ডে ধুঁকছে ভারত। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটিতেও জয়ের দিকে ছুটছে ইংল্যান্ড। জো রুটের রেকর্ডের পর টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ১৯৮ বলে খেলেন ১৪১ রানের ইনিংস। এ ছাড়া ৭ হাজার রানের মাইলফলক স্পর্শের পাশাপাশি ২০০ টেস্ট উইকেটের তালিকাভুক্ত ক্রিকেটার স্টোকস। ভারতের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন স্টোকস। তার আগে নেই আর কোনো ইংলিশ অধিনায়কের নাম। স্টোকস সবশেষ ২০২৩ সালের ২৮ জুন অ্যাশেজের ম্যাচে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩তম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ওই ম্যাচে ১৫৫ রানের ইনিংস খেলেছিলেন এ অলরাউন্ডার। দুই বছর পর ফের সেঞ্চুরির দেখা পেলেন ইংলিশ অধিনায়ক। এটি ভারতের বিপক্ষে স্টোকসের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
এর আগে প্রথম ইনিংসে ভারতকে ৩৫৮ রানে গুটিয়ে দেওয়ার পথে এ অলরাউন্ডার নেন ৫ উইকেট। খরচ করেন ৭২ রান। অধিনায়ক হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন বেন স্টোকস। জায়গা করে নিলেন গ্যারি সোবার্স, ইমরান খানের রেকর্ডে। পঞ্চম ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়লেন স্টোকস। শেষবার ১৯৮৩ সালে ভারতের বিরুদ্ধে এ রেকর্ড গড়েন ইমরান খান। শুধু তাই নয় তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রান ও ২০০ উইকেটের মালিক এই ইংলিশ অলরাউন্ডার। ৭ হাজার রানের পাশাপাশি এখন পর্যন্ত মোট ২২৯টি উইকেট নিয়েছেন স্টোকস। এ তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস (১৩ হাজার ২৮৯ রান ও ২৯২ উইকেট)। দ্বিতীয় স্থানে রয়েছেন গ্যারি সোবার্স (৮ হাজার ৩২ রান ও ২৩৫ উইকেট)। এ ছাড়া ওল্ড ট্র?্যাফোর্ডে ১০ ম্যাচ খেলে এটি স্টোকসের তৃতীয় সেঞ্চুরি। এর আগে ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭৬ ও ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেন। জো রুট ও বেন স্টোকসের সেঞ্চুরিতে ৬৬৯ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ওল্ড ট্র্যাফোর্ডে এগিয়ে যাওয়ার ম্যাচে ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রান তুলে দিন পার করেছে ভারত।