অনেক দিন ধরে নির্বাচনি হাওয়ায় ভাসছে বিসিবি। অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করেছিল বিসিবির পরিচালনা পর্ষদ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চূড়ান্ত করেছিলেন তিন সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, ৪ অক্টোবর বিসিবির নির্বাচন। বরাবরের মতো এবারও নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার। ২০২১ সালে নির্বাচন হয়েছিল ৬ অক্টোবর। বিসিবির আসন্ন নির্বাচন হবে ২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী। নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ২০ সেপ্টেম্বর। খসরা তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ২২ ও ২৩ সেপ্টেম্বর। জমাদানের তারিখ ২৫ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই। আপিল ও শুনানি ২৭ সেপ্টেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ৪ অক্টোবর নির্বাচন। এবারের নির্বাচনে যেসব কাউন্সিলর উপস্থিত থাকতে পারবেন না, তারা ই-ব্যালট ও পোস্টাল ভোট প্রদান করতে পারবেন।
বিসিবির নির্বাচন হবে তিন ক্যাটাগরিতে। ক্যাটাগরি-১-এর জেলা ও বিভাগীয় কাউন্সিলররা সরাসরি ভোটে নির্বাচিত করবেন ১০ পরিচালক। ক্যাটাগরি-২-এ ঢাকার প্রিমিয়ার বিভাগের ১২, প্রথম বিভাগের ২০, দ্বিতীয় বিভাগের ২৪ ও তৃতীয় বিভাগের ২০ ক্লাবের কাউন্সিলররা নির্বাচিত করবেন ১২ পরিচালক। ক্যাটাগরি-৩-এ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), ১০ সাবেক ক্রিকেটার ও পাঁচ সাবেক অধিনায়ক ও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সার্ভিসেস দলগুলোর ৪৩ কাউন্সিলর নির্বাচিত করবেন একজন পরিচালক। বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ সদস্যের। তিন ক্যাটাগরিতে সরাসরি ভোটে নির্বাচিত হবেন ২৩ পরিচালক। বাকি দুই পরিচালক মনোনয়ন দিবে এনএসসি। বিসিবির আসন্ন নির্বাচনে অনেক হেভিওয়েট প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তালিকায় রয়েছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাবেক অধিনায়কসহ পরিচিত সংগঠক। রাজনীতিবিদ হিসেবে শোনা যাচ্ছে বিএনপির ইশরাক হোসেনের নাম। ইশরাকের বাবা ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী সাদেক হোসেন খোকা। এ ছাড়া সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল ও মিনহাজুল আবেদীন নান্নুর নামও জোরেশোরে উচ্চারিত হচ্ছে। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির বর্তমান সভাপতি। তিনি সভাপতি পদে নির্বাচন করবেন। তামিমও সভাপতি পদে লড়বেন। ক্লাব পরিচালকের তালিকায় রয়েছেন আজিজ আল কায়সার টিটো, ইশতিয়াক সাদেক, সানিয়ান তামিম, ফাহিম সিনহা, ইফতেখার রহমান মিঠু, মাহাবুব আনামের নাম।