ঘরোয়া ফুটবল দুয়ারে কড়া নাড়ছে। ১৯ সেপ্টেম্বর লিগ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান ও ফেডারেশন কাপ বিজয়ী বসুন্ধরা কিংসের চ্যালেঞ্জ কাপের শিরোপার লড়াইয় দিয়ে পর্দা উঠবে ঘরোয়া আসরের। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী যারা লিগ চ্যাম্পিয়ন তাদের হোম ভেন্যুতেই আকর্ষণীয় এ লড়াই হবে। গতবার চ্যালেঞ্জ কাপ হয়েছিল বসুন্ধরা কিংস অ্যারিনায়। এবার হবে মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। এবার ঘরোয়া ফুটবলে পাঁচ আসর। চ্যালেঞ্জ কাপ, লিগ ফেডারেশন, স্বাধীনতা কাপ ও সুপার কাপে লড়বে ক্লাবগুলো। সে ক্ষেত্রে এক মৌসুমে চার ট্রফি জিতে যে কোনো দল ঘরোয়া ফুটবলে নতুন রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছে।
পাঁচ ট্রফি হলেও আপাতত দৃষ্টি চ্যালেঞ্জ কাপ নিয়েই। বিশেষ করে বসুন্ধরা কিংস ও মোহামেডানের লড়াই ঘিরে কয়েক বছর ধরে আলাদা উন্মদনা দেখা মিলছে। আর ম্যাচ জিতলেই যেখানে শিরোপা সেখানে বাড়তি উত্তেজনা তো থাকবেই। প্রথম চ্যালেঞ্জ কাপের ট্রফি যায় কিংসের ঘরে। এবার কি নতুন ট্রফি জেতার তালিকায় নাম লেখাতে পারবে মোহামেডান? নাকি কুমিল্লাতেও ট্রফি ধরে রাখবে বসুন্ধরা কিংস। শক্তির বিচার করলে চোখ বন্ধ করেই বর্তমান চ্যাম্পিয়নদের ফেবারিট বলা যায়। এমনিতেই ছিল তারকাভরা। এবার তো আরও শক্তি বেড়েছে কিংসের। লোকাল ও বিদেশিদের মিলিয়ে বড্ড ব্যালেন্সড দলে পরিণত হয়েছে কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগেই প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের অভিষেক হয়েছে। কুমিল্লাতে ঘরোয়া ফুটবলে কিংসের জার্সিতে তার যাত্রা শুরু হবে। আলোচিত আর্জেন্টিনার কোচ মারিও গোমেজেরও পথচলা শুরু হবে। যাক যতই ব্যালেন্সড বা শক্তিশালী হোক কিংস। প্রতিপক্ষ দল মোহামেডান বলেই যত কথা। কিংসকে তারাই সর্বাধিক ম্যাচে হারিয়েছে।