উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী জারিফ ফারহানের (১৩) শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল যুদ্ধবিমান দুর্ঘটনার আগুনে। স্কুলে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন মাসুমা (৩৮)। দুর্ঘটনায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল মাসুমার শরীর। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছে জারিফ ও মাসুমা।
বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, এই হাসপাতালে চিকিৎসাধীন চারজনের অবস্থা সংকটাপন্ন। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৯ জন। এখনো বার্ন ইনস্টিটিউটে ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। দুর্ঘটনায় দগ্ধ রাফসি (১২) ও আয়ান খান (১২) নামের দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। আগামী এক সপ্তাহে আরও ১০ জনকে পর্যায়ক্রমে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ঢাকার চারটি হাসপাতালে চিকিৎসাধীন আছে ৪৮ জন।
যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। গতকাল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বাস্থ্য উপদেষ্টা। বর্তমানে সিএমএইচে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত আটজন রোগী চিকিৎসাধীন। এ সময় তিনি সেখানে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনা করেন।
মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসাব্যবস্থা পর্যবেক্ষণে ঢাকায় এসেছে সিঙ্গাপুর, ভারত ও চীনের চিকিৎসক প্রতিনিধিদল। গত বুধবার থেকে সিঙ্গাপুরের চিকিৎসক প্রতিনিধিদল বার্ন ইনস্টিটিউটে রোগীদের অবস্থা এবং চিকিৎসাব্যবস্থাপনা পর্যবেক্ষণ করছে। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল। ঢাকার ভারতীয় দূতাবাস সূত্রে জানা যায়, বুধবার ভারতের চিকিৎসক দল ঢাকা এসে পৌঁছায়। এরপর তারা কয়েক দফায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করেছে।
বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছায় চীনের চিকিৎসক প্রতিনিধিদল। চীনা দূতাবাস জানিয়েছে, চীনা চিকিৎসক ও নার্সরা ক্ষত সংক্রমণ প্রতিরোধ ও আহত ব্যক্তিদের নিয়মিত যত্নের পদ্ধতি সম্পর্কে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ দিচ্ছেন। তারা রোগীদের অবস্থা পরীক্ষা এবং চিকিৎসা বিষয়ে পরামর্শ দিচ্ছেন। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ (রবিবার) থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী করণীয় বিষয়ে আগামীকাল (সোমবার) বিকালে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।