বলিউডে চলছে ‘সাইয়ারা’ ঝড়। আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এ চলচ্চিত্রটি শুধু মন জয়ই করেনি, রীতিমতো আবেগের ঢেউ তুলেছে সিনেমা হলে। একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকরা কেঁদে ভাসাচ্ছেন হল, কেউ কেউ আবার জ্ঞানও হয়ে পড়ছেন সিনেমা চলাকালীন।
প্রেম, সংগীত আর তারুণ্যের আবেগ মিশিয়ে নির্মিত সিনেমাটি ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবার নতুন করে আলোচনায় এলেন ছবির নায়িকা অনীত পাড্ডা।
কাজল কালো চোখ, গোলাপি গাল, থাক থাক চুল, ঘন ভ্রু। তেমনই ঘন আঁখিপল্লবে বহু পুরুষের হৃদয়ে ঝড় তোলা অনীত এক সাক্ষাতকারে জানান, নিজের ভ্রু নাকি নিজেই উপড়ে ফেলেছিলেন তিনি।
এই প্রজন্মের অনেক তরুণ-তরুণী এখন ভ্রু ও আঁখিপল্লব কামিয়ে ফেলাকে স্টাইল হিসেবে নিচ্ছেন। কিন্তু নায়িকা অনীত পাড্ডা সেই কাজটি করেছেন আরও এক দশক আগেই। কী ছিল তার পেছনের কারণ?
বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, ‘‘আমার মনে আছে, আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠান চলছিল। এবং কোনও এক অদ্ভুত কারণে বাড়ি ফিরে এসে আমি আমার মুখের সমস্ত মেকআপ মুছতে শুরু করি। তখন আমি আমার উভয় ভ্রু কামিয়ে ফেলার এবং আটটি চোখের পাতা উপড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর আমার মা বাড়িতে এসে বলেন, এ বার তুমি স্কুলে যাবে কী ভাবে? চিন্তায় পড়ে যাই। কিন্তু এবং আমি মনে করি, আমি হয়তো জানতাম এটাই নতুন যুগের ধারা। এবং দশ বছর পরে, লোকেরা এখন আসলেই তাদের ভ্রু কামিয়ে ফেলছে, তাই হয়তো আমি সেই সময়ে কিছু একটা করতে চেয়েছিলাম।’’
যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে ১৮ জুলাই। বলিউডে আাত্মপ্রকাশ করার আগে ‘বিগ গার্ল ডোন্ট ক্রাই’ একটি সিরিজে কাজ করেন এই অভিনেত্রী। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম