সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর অভিযানে দুই ছেলেসহ জঙ্গিগোষ্ঠী আইএসের শীর্ষ এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার এই অভিযান চালায় মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সেন্টকম জানিয়েছে, নিহত শীর্ষ নেতার নাম দিয়া জাওবা মুসলিহ আল-হারদানি। তার দুই প্রাপ্তবয়স্ক ছেলে আবদাল্লাহ দিয়া আল-হারদানি এবং আবদ আল-রহমান দিয়া জাওবা আল-হারদানিও অভিযানে নিহত হয়। তারা সবাই মার্কিন ও জোটবাহিনী এবং নতুন সিরীয় সরকারের জন্য হুমকি ছিল বলে সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে।
অভিযানের সময় ঘটনাস্থলে থাকা তিনজন শিশু ও তিনজন নারী অক্ষত ছিলেন।
সাধারণত মার্কিন বাহিনী গত কয়েক বছর ধরেই আইএসবিরোধী অভিযান চালিয়ে আসছে, তবে মূলত তা সহযোগী বাহিনীর মাধ্যমে এবং অধিকাংশ ক্ষেত্রেই বিমান হামলার মাধ্যমে। সরাসরি স্থল অভিযানের ঘটনা তুলনামূলকভাবে কম।
সেন্টকম কমান্ডার জেনারেল এরিক কুরিলা বলেন, আমরা বিশ্বজুড়ে যেখানেই আইএস সন্ত্রাসীরা অবস্থান করে, সেখানেই তাদের খুঁজে বের করে ধ্বংস করব।
আইএস সন্ত্রাসীরা এখন আর নিরাপদ নয়— না ঘুমানোর জায়গায়, না তাদের কার্যক্রম পরিচালনার জায়গায়, না তাদের লুকিয়ে থাকার জায়গায়।
গত কয়েক বছর ধরে মার্কিন সেনাবাহিনী সিরিয়া ও ইরাকে জোট ও অংশীদার বাহিনীর সঙ্গে মিলে আইএসবিরোধী অভিযান চালিয়ে আসছে। গত মে মাসে মার্কিন বাহিনী ইরাকে পাঁচটি এবং সিরিয়ায় একটি অভিযান পরিচালনা করে। এতে দুই আইএস সদস্য নিহত হয় এবং আরও দু’জনকে আটক করা হয়, যাদের মধ্যে একজন আইএস নেতা ছিল। সূত্র: সিএনএন, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ