আন্তর্জাতিক চাপ এবং গাজায় ক্রমবর্ধমান খাদ্যসংকটের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সম্প্রতি মানবিক সহায়তা হিসেবে গাজা উপত্যকায় আকাশপথে ত্রাণ সরবরাহ করেছে।
রবিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) গাজায় ত্রাণ ফেলার দাবি করে।
বিবৃতিতে বলা হয়, ওই এয়ারড্রপে সাতটি প্যাকেট ফেলা হয়েছে, যাতে ছিল ময়দা, চিনি এবং টিনজাত খাবার।
এর আগে ইসরায়েল জানায়, তারা জাতিসংঘের ত্রাণ বহরকে গাজায় প্রবেশ করতে দিতে মানবিক করিডোর খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
গাজায় আরও বেশি সহায়তা প্রবেশের দাবি এবং কয়েক মাস ধরে দুই মিলিয়ন মানুষের জন্য পর্যাপ্ত সরবরাহ না থাকায় গণঅনাহারের আশঙ্কার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইসরায়েল গাজায় ‘ইচ্ছাকৃতভাবে অনাহার সৃষ্টি’ করার অভিযোগকে মিথ্যা দাবি বলে উড়িয়ে দেয়।
আইডিএফ-এর বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় এবং গাজার ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক সংস্থা কোগাটের নেতৃত্বে এই এয়ারড্রপ পরিচালিত হয়।
সেনাবাহিনী একটি ভিডিওও প্রকাশ করেছে, যেখানে একটি প্লেনকে ত্রাণ ফেলতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
এদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা এই এয়ারড্রপ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেননি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম