চট্টগ্রামের মীরসরাই উপজেলায় একই সময়, কাছাকাছি দুটো বিয়ের অনুষ্ঠান চলাকালে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। বরযাত্রা নিয়ে হাজির হয়ে এক বিয়ের আমন্ত্রিত অতিথিরা ভুল করে ঢুকে পড়েন অন্য বিয়ের অনুষ্ঠানে এবং সেখানকার ভোজই শেষ করে ফেলেন। মজার এই ঘটনাটি উপজেলাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, জোরারগঞ্জ ইউনিয়নের মাত্র ৫০০ মিটার দূরত্বে অবস্থিত দুটি কমিউনিটি সেন্টার—ফাইভ স্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে শুক্রবার দুপুরে একযোগে দুটি বিয়ের আয়োজন চলছিল। এ সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত বরযাত্রীদের প্রায় ৭০ জন ভুল করে প্রবেশ করেন পাশের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে থাকা খাবার খেয়ে ফেলেন।
ভুল করেও যে সব খাবার খেয়ে নেওয়া হয়েছে তা নিয়ে আয়োজকদের কোনো বিরক্তি দেখা যায়নি। বরং ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা পক্ষের একজন সদস্য তাসিব তানজিল বলেন,
"আলহামদুলিল্লাহ, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। মূল কথা হলো, আমরা এতে একেবারেই নিরাশ নই। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে। সর্বোপরি আলহামদুলিল্লাহ।"
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহিন আলম বলেন, "আমাদের বাড়ির পাশে সোনালী ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল বলে শুনেছিলাম। কিন্তু তাদের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছেন।"
স্থানীয়রা বলছেন, এটি অনিচ্ছাকৃত ভুল হলেও বিষয়টি হাস্যরসের জন্ম দিয়েছে এবং উভয় পক্ষের সৌহার্দ্যপূর্ণ মনোভাব প্রশংসাযোগ্য।
বিডি প্রতিদিন/আশিক