প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে জাপানে সফরে রয়েছে বার্সেলোনা। সেখানে রবিবার ভিসেল কোবের বিপক্ষে ম্যাচে ৩-১ গোলের জয় পেয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।
এই ম্যাচে বার্সার হয়ে অভিষেক স্মরণীয় করে রাখেন দুই তরুণ ফুটবলার রুনি বার্দগি ও পেদ্রো ফের্নান্দেস। দ্বিতীয়ার্ধে বদলি নেমে তারা দুজনই এক গোল করে জয় নিশ্চিত করেন হান্সি ফ্লিকের দলের।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে দাপট দেখালেও বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। পুরো ম্যাচে ৭৯ শতাংশ বল দখলে রেখে নেয় ১৬টি শট, যার মধ্যে ৫টি লক্ষ্যে। ভিসেল কোবের ছিল ৮ শট, এর ৪টি লক্ষ্যে।
৩৩তম মিনিটে কর্নার থেকে প্রতিপক্ষের ভুল ক্লিয়ারেন্স কাজে লাগিয়ে গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া। তিনিও এই ম্যাচে বার্সার হয়ে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পান।
তবে ৪২তম মিনিটে একটি ভুলে সমতায় ফেরে ভিসেল কোবে। মাঝমাঠে বল হারিয়ে বসেন বার্সা ডিফেন্ডার পাউ কুবার্সি। প্রতিপক্ষের প্রথম শট ফিরিয়ে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় গোল হজম করেন গার্সিয়া। গোলটি করেন তাইসেই মিয়াশিরো।
দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন বার্সা কোচ হান্সি ফ্লিক। মাঠে নামেন রবার্ট লেভানদোভস্কি, মার্কাস র্যাশফোর্ড, বার্দগি ও পেদ্রো ফের্নান্দেসের মতো তরুণরা।
৭৭তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণে আবারও এগিয়ে যায় বার্সা। মাঝমাঠ থেকে র্যাশফোর্ডের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন লেভানদোভস্কি। তার পাস থেকে বাঁ পায়ের নিচু শটে গোল করেন ১৯ বছর বয়সী সুইডিশ উইঙ্গার রুনি বার্দগি। সদ্য এফসি কোপেনহেগেন থেকে আসা এই তরুণকে ইউরোপের সম্ভাবনাময় তারকাদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পরের মিনিটেই মাঠ ছাড়েন র্যাশফোর্ড, তার বদলে নামেন পেদ্রো ফের্নান্দেস।
ম্যাচের ৮৭তম মিনিটে, বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করে ব্যবধান ৩-১ করেন ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার। স্পেনে জন্ম নেওয়া ফের্নান্দেসের মা ফিলিপাইন বংশোদ্ভূত। বার্সা একাডেমিতে বেড়ে ওঠা এই তরুণের মাঝে অনেকেই ইনিয়েস্তার ছায়া দেখেন।
এর আগে, জাপানে ম্যাচ সম্প্রচারের চুক্তি সংক্রান্ত জটিলতায় এ সফর বাতিল করেছিল বার্সেলোনা। তবে পরে সমস্যার সমাধান হলে সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা।
এশিয়া সফরে বার্সেলোনার পরবর্তী দুই ম্যাচ আগামী ১ আগস্ট দক্ষিণ কোরিয়ার সিউল এফসি এবং ৪ আগস্ট দেগু এফসির বিপক্ষে অনুষ্ঠিত হবে। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে এটি দলের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর একটি ভালো সূচনা।
বিডি প্রতিদিন/মুসা