জুলাই সনদ নিয়ে স্বৈরতন্ত্রবিরোধী রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছানোর বদলে বিভেদের পথে হাঁটছে। ঐকমত্য কমিশন গঠন করে ঐকমত্যে পৌঁছানোর উদ্যোগ চলছে বছর ধরে। রাজনৈতিক দলগুলোর একাংশ একের পর এক প্রস্তাব দিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ঐকমত্যে পৌঁছানোর আলোচনার শেষ মুহূর্তে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদকে শক্তিশালী আইনি ভিত্তি দিতে ও পরবর্তী সময়ে বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোকে অ্যাফিডেভিট অথবা শপথবাক্য পাঠ করতে হবে। যেসব দল এটা করবে না তারা পরবর্তী নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবে। রবিবার প্রথমবারের মতো কমিশনের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই সনদে একমত হয়ে উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচন পর্যন্ত যেতে চাই। ভিতরে কোনো দুশ্চিন্তা রেখে আমাদের যেন নির্বাচনে যেতে না হয়। ফেব্রুয়ারির নির্বাচন শুধু নির্বাচন না, নবজাগরণ। ত্যাগ, আত্মাহুতি- সার্থক হবে যদি আমরা নবজন্ম লাভ করতে পারি। নতুন বাংলাদেশ গড়তে, নিজেদের সব চাওয়াপাওয়া পূরণ করার যে সুযোগ এসেছে, তা আর আসবে না। এই সুযোগ হারানো যাবে না। ছোটখাটো বিষয়ে আটকে গিয়ে আমরা যেন বড় জিনিস হারিয়ে না ফেলি। আমরা এমনভাবে এই জাতিকে দাঁড় করাতে চাই এটা শুধু ওপরের দিকে উঠবে; ডানে-বাঁয়ে তাকানোর দরকার হবে না। ঐকমত্য কমিশনের আলোচনা এগিয়ে নেওয়ায় সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, আলোচনা চলবে। তার আগে জুলাই সনদ করা গেলে দেশ যেমন নিশ্চিন্ত হবে, তেমন বিশ্বের কাছে বাংলাদেশ অনুসরণীয় বলে বিবেচিত হবে। ঐকমত্য কমিশনে রাখা প্রধান উপদেষ্টার বক্তব্য খুবই প্রাসঙ্গিক। রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। তারপরও রাজনৈতিক দলগুলো সৌহার্দের পরিবেশে জুলাই সনদ নিয়ে ঐকমত্য পৌঁছার যে চেষ্টা চালাচ্ছে তা প্রশংসার দাবিদার। জুলাই সনদকে সংবিধানের অংশ করা হবে কি না, তা ভবিষ্যতের নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সেটিই হবে উত্তম। জুলাই গণ আন্দোলনের বিজয় ধরে রাখতে ঐক্য ধরে রাখতে হবে। নিজেদের মত চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকে দূরে থাকাও জরুরি।
শিরোনাম
                        - যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি, সর্বনিম্ন শরণার্থী গ্রহণের সীমা ঘোষণা ট্রাম্পের
- ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
- ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার নির্দেশ নিয়ে যা বলল ইরান
- যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক
- যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
জুলাই সনদ
ঐক্য ধরে রাখতে হবে
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                     
                                                            টপিক
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর
                        
                        
                    
                     
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        