টেস্ট ক্রিকেটে যেন নতুন এক অধ্যায় শুরু করেছেন শুবমান গিল। ভারতের তরুণ অধিনায়ক হিসেবে ব্যাট হাতে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি জায়গা করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসের সেরা কয়েকজন কিংবদন্তির কাতারে।
ম্যানচেস্টার টেস্টে আজ (শনিবার) দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন গিল, চলতি সিরিজে তার চতুর্থ শতক। এ সেঞ্চুরির মাধ্যমে অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় যুক্ত হল তার নাম। এই কীর্তি এর আগে গড়েছেন মাত্র দুজন: অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান এবং ভারতের সুনীল গাভাস্কার।
ব্র্যাডম্যান ১৯৪৭–৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে ৪টি সেঞ্চুরি করেছিলেন ঘরের মাঠে। গাভাস্কারও একই কীর্তি গড়েন ১৯৭৮–৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার তাদেরই তালিকায় নাম লিখালেন ২৫ বছর বয়সী গিল, তবে বিদেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে।
এ সিরিজে এখনো এক টেস্ট বাকি। ফলে গিলের সামনে সুযোগ থাকছে এককভাবে রেকর্ডটি নিজের করে নেওয়ার।
অধিনায়ক হিসেবে এক সিরিজে ৭০০ প্লাস রান করার বিরল কীর্তিতেও জায়গা করে নিয়েছেন গিল। এই তালিকায় আগে ছিলেন ডন ব্র্যাডম্যান (২ বার), স্যার গ্যারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ ও গ্রায়েম স্মিথ। গিলের বর্তমান রান ৭২২।
বিডি প্রতিদিন/মুসা