অভিনেত্রী বিপাশা হায়াত এখন আমেরিকা প্রবাসী। মাঝেমধ্যে দেশে আসেন। এবারও স্বামী তৌকীরের সঙ্গে এসেছেন কিছুদিনের জন্য। বিপাশা হায়াতকে নিয়ে অনেক গল্প রয়েছে। বিপাশাকে নিয়ে তেমনই একটি গল্প বলেছেন অভিনেতা, উপস্থাপক ও মিডিয়াকর্মী শামীম শাহেদ। শামীম শাহেদ বিপাশার একটি বিশেষ সেক্রিফাইসের কথা উল্লেখ করে বলেন, ‘একবার বিশাল অঙ্কের টাকার অফার নিয়ে বিপাশা হায়াতের সামনে হাজির হলেন এক বিজ্ঞাপন নির্মাতা। নির্মাতাপক্ষ নিশ্চিত ছিলেন বিশাল অঙ্কের এ অফার পেয়ে যে কোনো তারকাই একবাক্যে রাজি হয়ে যাবেন; কিন্তু ঘটল উল্টোটা। সবাইকে অবাক করে দিয়ে বিপাশা হায়াত বললেন, ‘আপনাদের প্রোডাক্ট’-এর রেপুটেশন তো ভালো না। আমি যদি আপনাদের পণ্যের বিজ্ঞাপন করি তাহলে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। তাদের ক্ষতি হতে পারে। আমি এটা করব না। ‘টাকার অঙ্ক দশ গুণ করে দিলেও করব না।’