কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রচলিত প্রবচন ফের প্রমাণিত হলো। দেশে এই প্রথম কোনো সাবেক প্রধান বিচারপতি গ্রেপ্তার হলেন। রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা কিশোর আবদুল কাইউম আহাদ হত্যা মামলায় বৃহস্পতিবার ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বছরের ১৮ জুলাই যাত্রাবাড়ী থানার কাজলা পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবদুল কাইউম। পরে তাঁর বাবা এই মামলা করেন। দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকারী খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত হন। এ ছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে বিধিবহির্ভূতভাবে প্লট গ্রহণ করেছেন-এমন অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। দুদক যার তদন্ত করেছে। হাই কোর্ট বিভাগে থাকাকালে শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় এবং সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন বিচারপতি খায়রুল হক। ২০১৩ সালে তাঁকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। মেয়াদ শেষে বিস্ময়করভাবে একই পদে কয়েক দফা পুনর্নিয়োগ পান তিনি। এগুলোর সবই পতিত স্বৈরাচারী সরকারকে অনৈতিকভাবে আইনি সহায়তা দেওয়ার অবৈধ পুরস্কার হিসেবে মূল্যায়ন করছে সংশ্লিষ্ট সচেতন মহল। এর আগে গত বছর এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বিচারক হিসেবে ‘দুর্নীতি ও বিদ্বেষমূলক’ বেআইনি রায় দেওয়া এবং জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, ন্যায্যতা ও ন্যায়ের জন্য, শেষ ভরসাস্থল বিবেচনা করে, যে বিচারালয়ের দিকে তাকিয়ে থাকে মানুষ, তার শীর্ষ ব্যক্তিত্বকেও এখন দেখতে হচ্ছে গুরুতর আইনভঙ্গকারী হিসেবে। অন্যায্য বিচারের রায় প্রদানকারী হিসেবে। অন্যায় সুযোগ ও সুবিধা গ্রহণকারী হিসেবে। তাহলে মানুষ কার ওপর আস্থা রাখবে? তবে ভরসা এটাই যে নতুন বাংলাদেশে একজন সাবেক প্রধান বিচারপতিকেও আইন ও বিচারের সম্মুখীন হতে হলো। প্রমাণ হলো যে প্রকৃতই কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ থেকে শিক্ষা নেওয়া উচিত প্রতিটি মানুষের।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার