ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনও চমক সৃষ্টি করেছে। দেশের দুটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল জয়ী হয়েছে বিপুলভাবে। ডাকসুতে প্রধান তিনটি পদ সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদকসহ ২৮টি পদের ২৩টিতেই ছাত্রশিবির জিতেছে কালবৈশাখের মতো মাতম তুলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সহসভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ছাত্রদল। তাদের চেয়ে প্রায় তিন গুণ ভোট পেয়েছেন ছাত্রশিবিরের প্রার্থী। জাকসুতে সহসভাপতি পদে জিতেছেন সাবেক ছাত্রলীগ নেতা জিতু। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সামনের কাতারে দাঁড়িয়ে। এজন্য নির্যাতিতও হয়েছেন। জাকসুতে ২৫টি পদের মধ্যে শিবির-সমর্থিত প্যানেল এককভাবে জিতেছে ২০টি পদে। দেশের দুই মর্যাদাসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের জয়লাভ দেশের ছাত্ররাজনীতি শুধু নয়, জাতীয় রাজনীতির জন্যও শিক্ষণীয় হয়ে উঠেছে। ডাকসুকে বলা হয় মিনি পার্লামেন্ট। জাতীয় নির্বাচনে মিনি পার্লামেন্টের ফলাফল খুব একটা প্রভাব রাখবে, তা জোর গলায় বলার অবকাশ নেই। কারণ স্বাধীনতার পর ছাত্র ইউনিয়ন ডাকসুতে বিপুলভাবে জয় পায় ১৯৭২ সালে। পরবর্তী জাতীয় নির্বাচনে তাদের মূল দল ন্যাপ ও কমিউনিস্ট পার্টিকে একটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। ১৯৭৩ সালে ডাকসু নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করা হয় জাসদ ছাত্রলীগের জয় প্রতিরোধের জন্য। পরের দুই বছরও ডাকসু নির্বাচন হয়নি সম্ভবত একই উদ্দেশ্য সামনে রেখে। ১৯৭৯ সালের ডাকসু নির্বাচনে জাসদ ছাত্রলীগের মান্না-আখতার প্যানেলের ছিল জয়জয়কার। ১৯৮০-তে জাসদ ভেঙে সৃষ্টি হওয়া বাসদের ছাত্রসংগঠন ছাত্রলীগের মান্না-আখতার প্যানেল জয়ী হয় দাপট দেখিয়ে। ১৯৮২ সালেও ভিপি-জিএসহ বেশির ভাগ পদে জয় পায় বাসদ ছাত্রলীগ। বাসদের ওই অংশটি পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। সাত বছর পর ১৯৮৯ সালের ডাকসু নির্বাচনে জয়ী হয় ছাত্র সংগ্রাম পরিষদের প্যানেল। ১৯৯০-এর নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল জয়ী হয় ডাকসুতে। তার প্রভাব পড়ে নব্বইয়ের রাজনীতিতে। ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রবান্ধব নীতির জয় হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জিততে হলে কারা বড় দল কারা ছোট দল সে বিবেচনা না করে সব দলকে ভোটারদের আস্থা অর্জনে কঠিন মেহনত করতে হবে।
শিরোনাম
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
- রাজধানীর সবুজবাগ থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১
- পূর্ব জেরুজালেমে নতুন ১৩০০ বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের
জাকসু নির্বাচন
ছাত্রবান্ধব নীতির জয়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর