সার্বিক বিচারে ঢাকার রাস্তাঘাটের অবস্থা ভালো না। ভাঙাচোরা সড়কে নিত্য বিচিত্র যানবাহনের অতিরিক্ত চাপ নিতে পারছে না রাজধানী। অফিস সময় ও বৃষ্টির দিনে পরিস্থিতি মাত্রা ছাড়া অসহনীয় হয়ে ওঠে। দুই সিটি করপোরেশনের বিভিন্ন মূল সড়ক থেকে শুরু করে, পাড়া-মহল্লা এবং আবাসিক এলাকার অনেক সড়কেরই এখন খুব করুণ দশা। এবড়োখেবড়ো আর খানাখন্দে ভরা। দীর্ঘদিন সংস্কার না করায় অনেক সড়কের বেশির ভাগ জায়গায় পিচ উঠে গেছে। কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। উন্নয়নের নামে কেটে-খুঁড়ে ফেলে রাখা হয়েছে মাসের পর মাস। সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। খানাখন্দ-গর্তে পড়ে যানবাহন ও যাত্রীদের নাকানিচুবানি খাওয়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নারী-শিশু, শিক্ষার্থী-পেশাজীবীরা শুধু যে বিড়ম্বনা পোহাচ্ছেন তা-ই নয়; প্রায়ই ছোটবড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। এসব দেখার যেন কেউ নেই। দীর্ঘস্থায়ী দুরবস্থা দেখে মনে হয় অভিভাবকহীন হয়ে পড়েছে মহানগরী। প্রকাশিত সংবাদ সূত্র বলছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ৬৫৬ কিলোমিটার সড়ক। এর মধ্যে ২১৪ কিলোমিটার সড়ক ও ২৭ কিলোমিটার ফুটপাত গত বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়। উত্তর সিটিতে ১ হাজার ৫৭৭ কিলোমিটার সড়ক, যার দেড় শ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। এগুলোর অধিকাংশই কমবেশি ওভাবেই পড়ে আছে। নিয়মিত কাজের অংশ হিসেবে মেরামত করা হচ্ছে বলে দাবি দুই সিটির প্রকৌশল কর্তাদের। মধ্য শ্রাবণে বলছেন, শিগগিরই ঠিক হয়ে যাবে। কী দায়িত্বহীন জবাবদিহি ভাবলে বিস্মিত হতে হয়। কর্তৃপক্ষের এমন গা-ছাড়া ভাব আর উদাসীনতাই অনেকাংশে রাজধানীর সড়কগুলোর হতোদ্দশার জন্য দায়ী। নিয়মিত রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার, অতিরিক্ত যানবাহনের চাপ কমানো এবং বিভিন্ন বিভাগ ও সংস্থার কাজে সমন্বয়হীন খোঁড়াখুঁড়ির কারণে সড়কগুলোর দুর্ভাগ্যজনক বেহাল দশা এবং জনদুর্ভোগ দীর্ঘস্থায়ী হয়। সময়মতো, যথাযথভাবে নালা-নর্দমা-স্যুয়ারেজ লাইনগুলো পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। পাড়া-মহল্লার অনেক নিচু বাড়িঘরে ঢুকে পড়ে চরম দূষিত দুর্গন্ধযুক্ত পানি। দুর্গতির সীমা থাকে না অসংখ্য মানুষের। এর স্থায়ী বিহিত হওয়া জরুরি। দুই সিটির প্রশাসনকে এ ব্যাপারে গা-ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে তদারকি জোরদার এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। দেশের রাজধানীর রাস্তাঘাট নিয়ে ‘প্রদীপের নিচে অন্ধকার’ এমন অমর্যাদার আপ্তবাক্য প্রযোজ্য হোক-তা কাম্য নয়।
শিরোনাম
- চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু
- ভূরাজনৈতিক উত্তেজনায় বাড়লো এশিয়ায় এলএনজির দাম
- সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে : নাহিদ ইসলাম
- কাতারে হামলায় সৌদির আকাশপথ ব্যবহার করে ইসরায়েল, দাবি রিপোর্টে
- যে কারণে রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা দিতে পারছেন না ট্রাম্প
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, সরকারের তীব্র নিন্দা
- অক্টোবরের শুরুতেই চার দিনের সরকারি ছুটি
- ম্যাচ হারা নিয়ে যা বললেন লিটন
- রাজধানীতে চুরি হওয়া ২৫ লাখ টাকা উদ্ধার, যুবক গ্রেফতার
- কাতারে হামাস নেতাদের হত্যায় স্থল অভিযান চালাতে অস্বীকৃতি জানায় মোসাদ
- অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, দুই ছিনতাইকারী জীবিত নেই
- চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, চারজন গ্রেফতার
- মাদ্রিদে বারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৫
- সাদাপাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা গ্রেফতার
- এনসিএল টি-টোয়েন্টি শুরু হচ্ছে আজ
- ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, দাফন কুষ্টিয়ায়
- কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো
- সেই ফারিয়াসহ তিনজন কারাগারে
- মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ৩ বাংলাদেশি আলেম
রাজধানীর বেহাল সড়ক
প্রদীপের নিচে অন্ধকার
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম