যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি এখন অসম প্রতিযোগিতার মুখে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্কনীতিতে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ শুল্ক আমাদের পোশাক খাতকে নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। কারণ এর সঙ্গে আগের ১৫ শতাংশ যোগ হলে শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশ। বলাই বাহুল্য, তা অন্যায্য এবং দেশের বিরাট শ্রমঘন পোশাক খাতের জন্য ভীতিকর অশনিসংকেত। এ প্রতিকূল অবস্থা মোকাবিলা করে যে টিকে থাকাই কষ্টকর হবে, শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্রে পোশাক পণ্যের বাজার হারানোর শঙ্কা দেখা দেবে। এ ক্ষেত্রে বিশেষ বিবেচ্য বাস্তবতা হচ্ছে-পোশাক খাতে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী দেশ ভিয়েতনাম। তাদের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপ করা হলেও পরে তা ২০ শতাংশ করা হয়। ইন্দোনেশিয়া পাল্টা শুল্ক ৩২ থেকে ১৯ শতাংশ নামিয়ে নিয়েছে। ভারতের ক্ষেত্রেও শুল্ক ২০ শতাংশের নিচে হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে ৫০ শতাংশ শুল্কের দুঃসহ ভার মাথায় নিয়ে চরম অসম প্রতিযোগিতার মুখে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ব্যাপক হারে কমে যেতে পারে। স্মর্তব্য যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বর্তমানে তৃতীয়। চতুর্থ স্থানে ভারত। তারা যদি শুল্কহার কমিয়ে নিতে সক্ষম হয়, স্বভাবতই তাদের কাছে বাজার হারাতে পারে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনামের সঙ্গে তৈরি হতে পারে আরও বড় ব্যবধান। এমনকি বাংলাদেশের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকতে পারে চীনও। এই কঠিন পরিস্থিতিতে সরকার যদি মার্কিন প্রশাসনের সঙ্গে কার্যকর বাণিজ্যিক ও কূটনৈতিক আলোচনা, যোগাযোগ এবং সম্মানজনক সমঝোতার মাধ্যমে শুল্কহার কমাতে না পারে-কেবল অর্ডার হ্রাস নয়, দেশে সংশ্লিষ্ট শিল্পে নিয়োজিত লাখ লাখ শ্রমিকের মজুরি, কর্মসংস্থান, এমনকি সামাজিক স্থিতিশীলতা-সবই বিপন্ন হতে পারে। বিশ্ববাজারে এ দেশের তৈরি পোশাক খাতের দীর্ঘদিনের অর্জন ও ভাবমূর্তি খুবই ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ শঙ্কা এখন সন্নিকট। আমরা আশা করব, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ সম্মানিত ব্যক্তিত্ব নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার প্রজ্ঞা, প্রভাব ও গ্রহণযোগ্যতার শতভাগ ক্যারিশমা কাজে লাগিয়ে হলেও যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক যৌক্তিক পর্যায়ে হ্রাসে সক্ষম হবে। কারণ এটা দেশের শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান এবং সার্বিকভাবে জাতীয় অর্থনীতির স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি।
শিরোনাম
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬৬১
- ভুয়া প্রমাণ হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে আইনানুগ ব্যবস্থা
- বাংলাদেশ ও উইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ
- রংপুরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ
- পীরগাছায় পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, ২০ যাত্রী আহত
- সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : দুদু
- নেত্রকোনায় ওজোন স্তর দিবসে আলোচনা সভা ও প্রকৃতিবন্ধন
- সার আমদানির চুক্তি অনুমোদনে সরকারের সুপারিশ
- ইকোনমিক পার্টারনশিপ এগ্রিমেন্ট দ্রুত স্বাক্ষরে আশাবাদী জাপানের রাষ্ট্রদূত
- পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্তের দাবি আমদানি-রপ্তানিকারকদের
- ডেঙ্গু মোকাবিলায় ১২ দফা জরুরি নির্দেশনা
- বগুড়ায় মা-ছেলে খুন
- শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
- এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে চায় সরকার : বাণিজ্য সচিব
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
পাল্টা শুল্কে অসম প্রতিযোগিতা
জোরদার কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর