দক্ষিণ-পশ্চিম জার্মানিতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছে জার্মান পুলিশ।
ডয়চে বাহন অপারেটর জানিয়েছেন, অজানা কারণে স্টুটগার্টের কাছে রিডলিংগেনে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। প্রতিবেদনে বলা হয়েছে যে কিছুক্ষণ আগে ওই এলাকায় ঝড় হয়েছিল।
জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, স্থানীয় সময় ছয়টার দিকে বনাঞ্চলে কমপক্ষে দুটি বগি লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন।
জার্মান চ্যান্সেলর ফ্রেইডরিখ মের্জ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। এক্স পোস্টে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, তিনি স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রীদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং জরুরি পরিষেবাগুলিকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেছেন।
উল্ম পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান তদন্তে দেখা গেছে তিনজন নিহত এবং অন্যান্য যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল