বৃষ্টি হলেই জলাবদ্ধতা যেন চট্টগ্রাম মহানগরীর নিয়তি। এ দুর্ভাগ্য থেকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বন্দরনগরীর বাসিন্দাদের সুরক্ষায় তিনটি সংস্থার মাধ্যমে প্রায় সাড়ে ১৪ হাজার টাকার চারটি প্রকল্প বাস্তবায়িত হওয়ার পথে। কিন্তু এতে কোনো সুফল পাওয়া যাবে কি না, বড় মাপে সংশয় সৃষ্টি হয়েছে। স্মর্তব্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক ৮ হাজার ৬২৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা প্রকল্পটির মেয়াদ আগামী বছরের জুনে শেষ হবে। প্রকল্পের অগ্রগতি ৮৪ শতাংশ। ৩৬টি খালের মধ্যে ২৫টির কাজ শতভাগ শেষ। বাকিগুলোর মধ্যে ছয়টি খালের কাজ ৯০ শতাংশের বেশি শেষ হয়েছে। আর পাঁচটি খালের কাজ সম্পন্ন হয়েছে ৯০ শতাংশের কাছাকাছি। সিডিএ ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ শীর্ষক ২ হাজার ৭৭৯ কোটি টাকার যে প্রকল্প বাস্তবায়ন করছে তার কাজও প্রায় ৮২ শতাংশ শেষ। চসিক ‘নগরের বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খনন’ শীর্ষক ২ দশমিক ৯ কিলোমিটার দৈর্ঘ্যরে ১ হাজার ৩৪৩ কোটি ২১ লাখ টাকার প্রকল্পের কাজও ৮৫ শতাংশ শেষ হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ‘চট্টগ্রাম মহানগরীর বন্যানিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি ৪৪ শতাংশ। প্রকল্পটি ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়েছিল, আবারও মেয়াদ বাড়ানো হচ্ছে। চলতি বছর ইতোমধ্যেই বৃষ্টিতে তিনবার ডুবেছে চট্টগ্রাম নগরী। অলিগলি ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া আসার সময়। কর্মজীবীদেরও ভোগান্তির মুখে পড়তে হয়েছে। চট্টগ্রামবাসীর ধারণা, পানিনিষ্কাশনের জন্য নেওয়া প্রকল্পগুলোতে বন্দরনগরীর লাখ লাখ মানুষের দুর্ভোগ কমানোর বদলে কর্তাব্যক্তিদের পকেটপূর্তির বিষয়টি বেশি গুরুত্ব পাওয়ায় তা সকলি গরল ভেল হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। প্রতিটি প্রকল্প যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় সেদিকে রাখতে হবে তীক্ষ নজর।
শিরোনাম
- নেত্রকোনার স্পিডবোটডুবি: দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার
- কুয়েতে ভারতের নতুন রাষ্ট্রদূত পারমিতা ত্রিপাঠী
- রাস্তা অবরোধ বরদাশত করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- জিম্মি মুক্তিতে একমাত্র বাধা নেতানিয়াহু, ভুক্তভোগীদের পরিবার
- বাংকার থেকে জেল, বিচ্ছেদ পেরিয়ে এবার রাষ্ট্রক্ষমতার দৌড়ে ‘লৌহমানবী’
- ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে ছুটল জাহাজগুলো
- চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার বাতিলের দাবিতে মানববন্ধন
- ৫ টন চাল, ৬০০ কেজি পেঁয়াজ, এক কড়াইয়ে রেকর্ড রান্না
- মেয়েকে কলেজে দিয়ে ফেরার পথে প্রাণ গেল বাবার
- ব্যারিস্টার ফুয়াদরা জানেন না কোথায় থামতে হবে : হামিম
- ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি
- সৌদি, তুরস্ক ও ইরাকের জন্যও অপেক্ষা করছে ইসরায়েলি বোমা: সাবেক আইআরজিসি প্রধান
- ৬ বিভাগে অতিভারি বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা
- ফরিদপুরে রেল-সড়কপথ অবরোধ, আটকে গেছে ঢাকাগামী ট্রেন
- সরকার পরিবর্তনের ডাক দিয়ে যুক্তরাজ্যে নতুন ভোটের আহ্বান মাস্কের
- আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, টিটিপির ৩৫ সদস্য নিহত
- সৌদিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
- রাজধানীতে বৃষ্টিতে যানজটে ভোগান্তি
- পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- নেপালের পর্যটন খাত বিপর্যস্ত, ২ দিনে ক্ষতি ২৫০০ কোটি রুপি